সিলেটটুডে ডেস্ক

২৩ সেপ্টেম্বর, ২০১৭ ১৫:২১

রোহিঙ্গা গণহত্যা বন্ধের দাবিতে প্রজন্ম স্পোর্টস এসোসিয়েশনের মানববন্ধন

মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের উপর অমানবিক নির্যাতন ও গণহত্যার বন্ধের দাবিতে প্রজন্ম স্পোর্টস এন্ড কালচারাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে সিলেট-ঢাকা মহাসড়কে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে দক্ষিণ সুরমার চন্ডিপুলস্থ আব্দুস সামাদ আজাদ চত্বর এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

প্রজন্ম স্পোর্টস এন্ড কালচারাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিজাম আল দ্বীনের পরিচালনায় মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন ধরাধরপুর পশ্চিমপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা মিসবাহ উদ্দিন আহমদ, মোয়াজ্জিন মাওলানা জামাল উদ্দিন, এলাকার মুরব্বী আলালুজ্জামান, জামাল আহমদ, সেলিম মিয়া, মির্জান আলী, জিয়াবুল আহমদ, রেজুওয়ান, শাহাব উদ্দিন, এসোসিয়েশনের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া, ফয়জুর রহমান, সদস্য মুকিত আহমদ, মাখন মিয়া, রুমন আহমদ, ময়নুল ইসলাম, মাহিম, কামরান, বাদল আহমদ, আবিদ, মুরাদ, আমিন, রুমেল আহমদ, সাইদুল ইসলাম, আখলিছ মিয়া, কবির আহমদ, তারেক, ইমরান, রাসেল, আল আমিন, রুমেল, রুবেল, জাকারিয়া, মন্টু মিয়া, বেলাল, রাসেল আহমদ প্রমুখ। এছাড়াও এলাকার বিভিন্ন স্তরের জনগণ মানববন্ধনে অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, মায়ানমারে রোহিঙ্গা মুসলিম গণহত্যার জন্য অং সান সু চিকে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় দাড় করাতে হবে। বক্তারা সকল মুসলমান রাষ্ট্রকে বাংলাদেশের পাশে দাঁড়িয়ে মায়ানমারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। বিভিন্ন দেশে জাতিসংঘে রোহিঙ্গা সমস্যা তুলে ধরায় তাদেরকে ধন্যবাদ জানান।

বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৬ দফা বাস্তবায়নে এবং মায়ানমারের রাখাইনে স্বাধীনভাবে মুসলমানদের বসবাসের নিশ্চয়তা প্রদানে জাতিসংঘকে ভূমিকা রাখার জোর দাবি জানান।

আপনার মন্তব্য

আলোচিত