সিলেটটুডে ডেস্ক

২৫ সেপ্টেম্বর, ২০১৭ ১৮:৩৯

দুর্গাপুজায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সিলেটে কমিউনিটি পুলিশের সভা

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে সিলেটে কমিউনিটি পুলিশের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রোববার (২৪ সেপ্টেম্বর) রাতে নগরীর করেরপাড়া লোকনাথ ব্রহ্মচারী বাবার আশ্রমে এ সভার আয়োজন করা হয়।

সভায় সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সিলেটে কমিউনিটি পুলিশকে বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হয়। সার্বজনীন এ পূজায় নারী-পুরুষ সহ সব পূজামণ্ডপের নিরাপত্তা দিতে কমিউনিটি পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীকে কাজ করার আহবান জানানো হয়।

৮ নম্বর মডেল ওয়ার্ডের সভাপতি মকবুল হোসেন খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুদীপ দেব এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এসএমপির উপ-পুলিশ কমিশনার (উত্তর) ফয়সল মাহমুদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন এসএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) বিভূতি ভূষণ ব্যানার্জি, জালালাবাদ থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত