সংবাদ বিজ্ঞপ্তি

২৬ অক্টোবর, ২০১৭ ২৩:০৯

দক্ষিণ সুরমা কলেজের মেধাবী ছাত্র বিকাশ বাঁচতে চায়

সুনামগঞ্জের জগন্নাথপুরের রাণীগঞ্জ ইউনিয়নের ছেলে সিলেটের দক্ষিণ সুরমা কলেজের রাষ্ট্রবিজ্ঞানের শেষ বর্ষের ছাত্র বিকাশ (২৩) চক্রবর্তী বাঁচতে চায়। গত ১৮ বছর ধরে সে দুরারোগ্য ব্যাধি ক্রনিক আই পি পি রোগে আক্রান্ত।

তার পরিবার নিজেদের শেষ সম্বলটুকু দিয়ে বিভিন্ন চিকিৎসালয়ে চিকিৎসা দিয়ে আসলেও অবস্থার দিন দিন অবনতি হচ্ছে।

বর্তমানে তাকে বাঁচাতে প্রচুর অর্থের প্রয়োজন। এসব অর্থ যোগান দিতে তার পরিবার হিমশিম খাচ্ছেন।

এদিকে ধনাঢ্য ব্যক্তিসহ আর্থিক সচ্ছল সকলের কাছে সহযোগিতা চেয়েছেন তার পরিবার। সে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ইউনিট ২ বিভাগের ২১৮ নং বেডে ডাঃ এম এ খানের অধীনে চিকিৎসাধীন অবস্থায় আছে।

বিকাশ সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ বাজারের বাসিন্দা বিরেন্দ্র চক্রবর্তী ও মুক্তি রানী চক্রবর্তীর ছেলে। টাকার অভাবে তার অপারেশন করানো হচ্ছে না বলে তার বাবা বিরেন্দ্র চক্রবর্তী সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

তিনি আরও জানান, আমরা অসহায় পরিবার, আমার ছেলের চিকিৎসা খরচ যোগান দিতে গিয়ে সর্বস্বান্ত হয়ে পড়েছি। তিনি ছেলেকে বাঁচাতে সবাইকে আর্থিকভাবে সহযোগিতা কামনা করেছন।

টাকা যোগার করতে পারলে শ্রীঘর তার অপারেশন করা সম্ভব হবে বলেও জানানা রোগীর বাবা।

যারা আর্থিকভাবে সহযোগিতা করতে চান তাঁরা (০১৭৫৮-৯৩৫৮৩৭) পার্সোনাল এই বিকাশ নাম্বারে দিতে অনুরোধ করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত