সংবাদ বিজ্ঞপ্তি

২৮ অক্টোবর, ২০১৭ ১৮:১৪

নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজির মতবিনিময় সভা অনুষ্ঠিত

নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনা-এর উদ্যোগে খুলনা জেলার বিভিন্ন পলিটেনিক্যাল এর পরিচালক, অধ্যক্ষ ও শিক্ষকদের নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

শনিবার (২৮ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের  রেজিস্টার মো. আব্দুল রউফ এর সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স হলে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং  বিভাগের এ্যাডভাইজার প্রফেসর ড. নুরুন্নবী মোল্লা এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের এ্যাডভাইজার  প্রফেসর ড. মো: রোকুনুজ্জামান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, অর্থনীতি বিভাগের উপদেষ্টা প্রফেসর ড. জাহাঙ্গীর আলম,অত্র বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও সি.এস.ই বিভাগের বিভাগীয় প্রধান মো.রবিউল ইসলাম, ব্যবসা প্রশাসন বিভাগ সহকারী অধ্যাপক  মাসুম মুরতাজা প্রমুখ।

উক্ত মত বিনিময় সভায় বিভিন্ন পলিটেকনিক্যাল থেকে আগত শিক্ষকগণ উচ্চ শিক্ষা প্রদানের ক্ষেত্রে গুণাগতমান সংরক্ষণের প্রতি গুরুত্ব আরোপ করে এ  বিষয়ে তাদের মূল্যবান মতামত তুলে ধরেন।

আপনার মন্তব্য

আলোচিত