জগন্নাথপুর প্রতিনিধি

২৮ অক্টোবর, ২০১৭ ১৯:২৩

অসুস্থ বিকাশের জন্য অর্থ সংগ্রহে ‘রাণীগঞ্জ যুব সমাজ’

সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমে "দক্ষিণ সুরমা কলেজের মেধাবী ছাত্র বিকাশ বাঁচতে চায়" শিরোনামে সংবাদ প্রকাশ করা হলে তারই নিজ এলাকার ‘রাণীগঞ্জ যুব সমাজ’ অর্থ সংগ্রহে নামেন।

শুক্রবার (২৭ অক্টোবর) সকালে সুনামগঞ্জের জগন্নাথপুরের রাণীগঞ্জ ইউনিয়নের ছেলে সিলেটের দক্ষিণ সুরমা কলেজের রাষ্ট্রবিজ্ঞানের শেষ বর্ষের ছাত্র বিকাশ (২৩) চক্রবর্তীর জন্য 'স্থানীয় রাণীগঞ্জ বাজারে ব্যবসায়ীগনের কাছ থেকে তারা এ অর্থ সংগ্রহে নামেন।

তারা রোববার (২৮ অক্টোবর) জগন্নাথপুর বাজার থেকে অর্থ সংগ্রহ করবেন বলে নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ বাজারের বাসিন্দা বিরেন্দ্র চক্রবর্তী ও মুক্তি রানী চক্রবর্তীর ছেলে বিকাশ চক্রবর্তী। ১৮ বছর ধরে সে দুরারোগ্য ব্যাধি ক্রনিক আই পি পি রোগে আক্রান্ত। সে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ইউনিট ২ বিভাগের ২১৮ নং বেডে ডাঃ এম এ খানের অধীনে চিকিৎসাধীন অবস্থায় আছে। তাঁকে বাঁচাতে প্রচুর পরিমাণ টাকার প্রয়োজন।

টাকা যোগার করতে পারলে শ্রীঘ্রই তার অপারেশন করা সম্ভব হবে বলেও জানানা রোগীর বাবা।

যারা আর্থিকভাবে সহযোগিতা করতে চান তাঁরা (০১৭৫৮-৯৩৫৮৩৭) পার্সোনাল এই বিকাশ নাম্বারে দিতে অনুরোধ করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত