সংবাদ বিজ্ঞপ্তি

৩০ অক্টোবর, ২০১৭ ২২:৩৯

নিসচা সিলেটের উদ্যোগে সড়ক নিরাপত্তা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট জেলা'র উদ্যোগে সোমবার (৩০ অক্টোবর) গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল কলেজে শিক্ষার্থীদের নিয়ে সকাল ১১টা থেকে 'সড়ক নিরাপত্তা' বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।

নিসচা সিলেট জেলা’র সভাপতি এম. বাবর লস্করের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ মোঃ লোকমান আলীর পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিসচা কেন্দ্রীয় অর্থ সম্পাদক ও চলচ্চিত্র সাংবাদিক নাসিম রুমি, উপদেষ্টা জহিরুল ইসলাম মিশু, মহানগর শাখার আহবায়ক এম ইকবাল হোসেন, সদস্য সচিব আব্দুল হাদি পাভেল, প্রভাষক ছমির চন্দ দাস।

সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কলেজের প্রভাষক ও নিসচা জেলার নির্বাহী সদস্য ফয়সল আহমদ। সেমিনারে কলেজের শিক্ষক সহ শতাধিক শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

এদিকে রোহিঙ্গা শরণার্থীদের ত্রাণ বিতরণ করে আসার পথে সড়ক দুর্ঘটনায় সিলেটের বিয়ানীবাজারের ছয় জনের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন নিরাপদ সড়ক চাই  সিলেটের নেতৃবৃন্দরা। তারা মরহুমদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

আপনার মন্তব্য

আলোচিত