সংবাদ বিজ্ঞপ্তি

০৫ নভেম্বর, ২০১৭ ২০:৫৩

হবিগঞ্জে ‘এক মিনিটের চলচ্চিত্র নির্মাণ’ কর্মশালা শুরু

বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম এর আয়োজনে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও ইউনিসেফ এর সহযোগিতায় মিডিয়াতে শিশু-কিশোরদের অংশগ্রহণ বৃদ্ধিকল্পে দেশব্যাপী ‘এক মিনিটের চলচ্চিত্র নির্মাণ’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার শুভ সূচনা হলো হবিগঞ্জ জেলায় আয়োজনের মধ্য দিয়ে।

রোববার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় রাজনগরস্থ হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে এর শুভসূচনা হয়। এতে উপস্থিত ছিলেন কর্মশালার প্রশিক্ষক ও জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্ত ও জালাল উদ্দিন রুমি এবং নির্মাণ পর্যবেক্ষক আবিদ মল্লিক ও মাজহারুল ইসলাম।

জেলার ১২ থেকে ২০ বছর বয়সী চলচ্চিত্র, সংগীত, নৃত্য, নাটক, আবৃত্তি, চারুকলা, যন্ত্রসংগীত, যাত্রাশিল্প ও সাহিত্যে পারদর্শিতা রয়েছে এমন ২০জন শিশু-কিশোর এই কর্মশালায় অংশগ্রহণ করে।

এই  শিশু-কিশোরদের নিয়ে ৪ দিনের কর্মশালা শেষে প্রত্যেক টিমের তত্ত্বাবধানে ১ মিনিটের চলচ্চিত্র নির্মাণ করা হবে এবং কর্মশালার সমাপনী দিনে উক্ত চলচ্চিত্র সমূহ প্রদর্শনসহ প্রত্যেককে ০১টি করে সনদপত্র প্রদান করা হবে। কর্মশালা চলবে আগামী ০৮ নভেম্বর পর্যন্ত।

আপনার মন্তব্য

আলোচিত