সংবাদ বিজ্ঞপ্তি

১৬ নভেম্বর, ২০১৭ ১৫:২০

হযরত শাহপরান (রহ.) ওরস ২৫ নভেম্বর শুরু

হযরত শাহপরান (রহ.) এর বাৎসরিক ওরস আগামী ২৪, ২৫ ও ২৬ নভেম্বর অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) মোতোয়ালি মামুনুর রশীদ প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়ে তিনদিন ব্যাপী এ ওরস অনুষ্ঠানে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে, ওরসের প্রথম দিন ২৪ নভেম্বর (শুক্রবার) সকাল ৯ টায় খতমে কোরআন, বাদ আসর দোয়া ও রাতে জিকির আজকার এবং মিলাদ মাহফিল।

দ্বিতীয় দিন ২৫ নভেম্বর (শনিবার) সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত মাজারে গিলাফ ছড়ানো, বাদ জোহর গরু জবেহ, সারারাত জিকির আজকার ও মিলাদ মাহফিল এবং ভোর ৪ টায় ফাতেহা পাঠ।

ওরসের শেষ ও তৃতীয় দিন ২৬ নভেম্বর (রোববার)বাদ ফজর আখেরি মোনাজাতের পর নেওয়াজ বিতরণ করা হবে। একই দিন বাদ আছর শরবত বিতরণ ও শেষ ফাতেহা পাঠের মধ্য দিয়ে ওরসের কার্যক্রম সম্পন্ন হবে।

মাজারের মতোয়ালি সৈয়দ মামুনুর রশিদ ওরস সফলভাবে সম্পন্নের জন্য সকলের সহযোগিতা চেয়ে তিনি বলেন, ওরসে শান্তি শৃঙ্খলা, অনৈতিক সকল কার্যকলাপ ও মাইক ব্যাবহার করা থেকে বিরত থাকতে ভক্তবৃন্দের প্রতি অনুরোধ জানান।

আপনার মন্তব্য

আলোচিত