সংবাদ বিজ্ঞপ্তি

২১ নভেম্বর, ২০১৭ ১৮:৩৩

এসআইইউ’র ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থীদের ইন্ডাস্ট্রিয়াল ট্যুর সম্পন্ন

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের ৩য় বর্ষের ১ম সেমিস্টারের শিক্ষার্থীদের ইন্ডাস্ট্রিয়াল ট্যুর সম্পন্ন হয়েছে।

বাস্তবসম্মত জ্ঞানের  সাথে পরিচয় করিয়ে দিতে গত ২০/১১/২০১৭ইং তারিখ হবিগঞ্জের প্রাণ আর এল এলের ইন্ড্রাস্ট্রিয়ালপার্কে তাদের নিয়ে যাওয়া হয়।

এসময় প্রাণ আর এল এলের দুইজন কর্মকর্তার নেতৃত্বে শিক্ষার্থীরা দু’টি দলে বিভক্ত হয়ে কারখানার বিভিন্ন পণ্য (ড্রিংস্ক, কেক, বিস্কুট, চকলেট সহ আরও কিছু পণ্য) কিভাবে তৈরি হয় তা স্বচক্ষে পর্যবেক্ষণ করেন।

শিক্ষার্থীদের সাথে ছিলেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর মো: মনির উদ্দিন, প্রশাসন ও জনসংযোগ পরিচালক মো: তারেক উদ্দিন তাজ, অর্থ পরিচালক সুশান্ত আচার্য, ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান আব্দুল্লাহ আলো।

উক্ত ইন্ডাস্ট্রিয়াল ট্যুরের কমিটির পক্ষ থেকে দায়িত্ব পালন করেন ব্যবসায় প্রশাসন বিভাগের সিনিয়র প্রভাষক প্রণব কুমার সাহা। উপাচার্যের অংশগ্রহণ ইন্ডাস্ট্রিয়াল ট্যুরের আনন্দকে শিক্ষার্থীদের মধ্যে বহুগুণে বাড়িয়ে তুলে।

আপনার মন্তব্য

আলোচিত