সিলেটটুডে ডেস্ক

৩০ নভেম্বর, ২০১৭ ১৮:০৮

বিসিক ও চেম্বারের উদ্যোগে সিলেটে উৎপাদনশীলতা বিষয়ক কর্মশালা শুরু ১২ ডিসেম্বর

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) সিলেট ও দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র যৌথ উদ্যোগে উৎপাদনশীলতা উন্নয়ন বিষয়ক ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১২-১৪ ডিসেম্বর চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি'র কনফারেন্স হলে এ কর্মশালা অনুষ্ঠিত হবে।

প্রশিক্ষণ কর্মাশালায় নতুন উদ্যোক্তাদেরকে ব্যবসা-বাণিজ্য পরিচালনা, উৎপাদনশীলতা বৃদ্ধি ও অন্যান্য বিষয়ে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা হবে।

প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণে ইচ্ছুক নতুন উদ্যোক্তাগণকে জরুরী ভিত্তিতে চেম্বার কার্যালয়ে নাম রেজিস্ট্রেশনের জন্য আহবান জানানো যাচ্ছে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া আগে আসলে আগে পাবেন ভিত্তিতে সম্পন্ন হবে। 

আপনার মন্তব্য

আলোচিত