সিলেটটুডে ডেস্ক

০২ ডিসেম্বর, ২০১৭ ২১:৫৩

কাজীটুলায় শ্রমজীবীদের সাথে আসাদ উদ্দিন আহমদের মতবিনিময়

সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিলেট সিটি কর্পোরেশনে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী আসাদ উদ্দিন বলেছেন- ‘বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। এই এগিয়ে যাওয়ার পিছনে দেশের শ্রমজীবী মানুষের অবদান কোন অংশে কম নয়। শ্রমজীবীদের শ্রম আর ঘামের বিনিময়ে দেশের অর্থনীতি আজ শক্তিশালী ভীতের উপর দাঁড়িয়ে আছে। তাই অন্য শ্রেণী পেশার মানুষের মতো শ্রমিকরাও দেশ গঠনের মূল চালিকা শক্তি। আগামীতে যদি সিলেট নগরী ও নগরবাসীর খেদমত করার সুযোগ হয় তবে শ্রমবান্ধব নগরী গড়ে তোলা হবে। যেখানে শ্রমিকদের কোন অবমূল্যায়ন হবে না।

একসময়কার ছাত্রনেতা আসাদ উদ্দিন আহমদ আরোও বলেন- আগামী সিটি নির্বাচনে আমি দলীয় মনোনয়ন পাওয়ার ব্যাপারে শতভাগ আশাবাদী। প্রধানমন্ত্রী যদি আমাকে দলীয় মনোনয়ন প্রদান করেন তবে আমি মেয়র পদে নির্বাচন করবো। আমি শ্রমিক ভাইদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।

শুক্রবার রাতের ১৭নং ওয়ার্ডের কাজীটুলা এলাকায় শ্রমজীবীদের সাথে মতবিনিময় সভা প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

সিলেট মহানগর ছাত্রলীগ নেতা শহিদুল ইসলাম সৌমিক ও ১৭নং ওয়ার্ড যুবলীগ নেতা স্বপন তালুকদারের যৌথ পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- ১৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মালিক রাজা, আওয়ামীলীগ নেতা কামাল বক্ত, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ফকরুল ইসলাম শামীম।

এসময় উপস্থিত ছিলেন- ১৭নং ওয়ার্ড শ্রমিকলীগের সভাপতি তারেক আহমদ, সাধারণ সম্পাদক শহীদ হাওলাদার, যুবলীগের সভাপতি আল আমিনুল্লাহ রাসেল, সহ-সভাপতি রিয়াদ আহমদ, ইস্তিয়ক আহমদ সুমন, সাধারণ সম্পাদক তারেক আহমদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক পিংকু আহমদ, সাংগঠনিক সম্পাদক মিজু কবীর, আমিনুল ইসলাম আরিফ, মহানগর ছাত্রলীগ নেতা নুর উদ্দিন আহমদ, জিয়াউল হক জিয়া, আশরাফুল ইসলাম বাপ্পি, তপু আহমদ, আব্বাস উদ্দিন নুহেল, মোঃ মকবুল, যুবলীগ নেতা জুয়েল মাহবুব, সফিক আহমদ, ১৭নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা মোঃ আমিরুল, আমিনুল ইসলাম, সৈকত আলী, রাসেল আহমদ, মোঃ সুবেল, শুভ হাসান, রাফাত প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত