কুলাউড়া প্রতিনিধি

২৩ ডিসেম্বর, ২০১৭ ২০:৩১

কুলাউড়ায় ক্যারিয়ার কাউন্সিলিং সেমিনার ও পুরষ্কার বিতরণ সম্পন্ন

সামাজিক সংগঠন প্লাটুন টুয়েলভ'র উদ্যোগে মৌলভীবাজারের কুলাউড়ায় ক্যারিয়ার কাউন্সিলিং সেমিনার ও মুক্তিযুদ্ধ বিষয়ক কুইজের পুরষ্কার বিতরণ সম্পন্ন হয়েছে।

স্থানীয় উপজেলা পরিষদের সভাকক্ষে শনিবার (২৩ ডিসেম্বর) সকাল ১১ টায় ক্যারিয়ার কাউন্সিলিং বিষয়ক সেমিনার ও দুপুর আড়াইটায় কুইজের পুরষ্কার বিতরণী এবং ক্লাবের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ম্যাগাজিন 'আলেখ্য'র মোড়ক উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন হয়।

ক্যারিয়ার কাউন্সিলিং সেমিনারের উদ্বোধন করেন কুলাউড়া নবীন চন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আব্দুল বাছিত চৌধুরী। সেমিনারে উপস্থিত কলেজ শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও কুলাউড়া উপজেলা সমিতি ঢাকার সভাপতি এম আব্দুর রউফ, কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মো. গোলাম রাব্বী, গ্রান্ট থ্রনটন কন্সাল্টিং বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান নুরুল ইসলাম, মেজর (অব:) নুরুল মান্নান চৌধুরী, প্রগ্রেসিভ লাইফ ইনস্যুরেন্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক হাবিবুল হায়দার চৌধুরী, বাংলাদেশ সুপ্রিমকোর্টের আইনজীবী ব্যারিস্টার আবু সাদিক আব্দুল্লাহ। এছাড়াও অনুষ্ঠানে বক্তারা ক্যারিয়ার গঠন বিষয়ে উপস্থিত শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুলাউড়া সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ সৌম্য প্রদীপ, ক্লাবের উপদেষ্টা ও কুলাউড়া ইয়াকুব-তাজুল মহিলা কলেজের উপাধ্যক্ষ এমদাদুল ইসলাম ভুট্টো প্রমুখ।

সেমিনার অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কুলাউড়া সমিতি ঢাকার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জসীম উদ্দিন সুমন, ক্লাব উপদেষ্টা রেহান উদ্দিন আহমেদ, প্রোগ্রাম চেয়ারম্যান কল্যাণ চন্দ্র পলাশ।

ক্লাবের উদ্যোগে উপজেলার ৯টি স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রতি অনুষ্ঠিত মুক্তিযুদ্ধ বিষয়ক কুইজের পুরস্কার বিতরণী ও ক্লাবের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে প্রকাশিত ম্যাগাজিন 'আলেখ্য'র মোড়ক উন্মোচন দুপুর আড়াইটায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এম আব্দুর রউফ। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আ স ম কামরুল ইসলাম, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন ডা. হেমন্ত চন্দ্র পাল।

অনুষ্ঠান দুটি ক্লাবের সভাপতি শাহজাহান আহমেদ সাজুর সভাপতিত্বে এবং সহ-সভাপতি মেহেদী হাসান সাদীর পরিচালনায় অনুষ্ঠিত হয়। এসময় ক্লাবের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা করে কুলাউড়া উপজেলা সমিতি ঢাকা।

আপনার মন্তব্য

আলোচিত