সংবাদ বিজ্ঞপ্তি

২৮ ডিসেম্বর, ২০১৭ ২৩:২৬

নিসচা সিলেট মহানগর শাখার ৫৭ সদস্যের কমিটি অনুমোদন

ইকবাল সভাপতি, পাভেল সাধারণ সম্পাদক

নিরাপদ সড়ক চাই (নিসচা) এর সিলেট মহানগর শাখার ৫৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন প্রদান করা হয়েছে।    

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) নিসচার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, সাংবাদিক মহাসচিব শামীম আলম দীপেন ২০১৮-১৯ সালের জন্য নবগঠিত এই কমিটির অনুমোদন দেন। রোটা. এম. ইকবাল হোসেনকে সভাপতি ও আব্দুল হাদী পাভেলকে সাধারণ সম্পাদক করে উক্ত কমিটি অনুমোদন করা হয়।

অনুমোদনের কপি নিসচা কেন্দ্রীয় কার্যালয়ে নিসচা সিলেট মহানগর নেতৃবৃন্দের হাতে তুলে দেন নিসচা কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিসচা কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এহসানুল হক কামাল, মহাসচিব শামীম আলম দীপেন, সাংগঠনিক সম্পাদক এসএম আজাদ হোসেন, কেন্দ্রীয় আজীবন সদস্য, সিলেট জেলার প্রতিষ্ঠাতা সভাপতি মো. জহিরুল ইসলাম মিশু। পরে নিসচা সিলেট মহানগর শাখার নেতৃবৃন্দ কেন্দ্রীয় চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের ৬১তম জন্মদিন উপলক্ষে সিলেট মহানগর শাখার পক্ষ থেকে একটি ক্রেস্ট প্রদান করেন।

কমিটিতে স্থানপ্রাপ্তরা হলেন, সহ সভাপতি ইমানুর রশীদ চৌধুরী, মিলন আহমদ, আফজাল উদ্দিন, সহ সাধারণ সম্পাদক মো. রাশেদুজ্জামান রাশেদ, মো. সাদেকুর রহমান চৌধুরী, জুমান আহমদ, অর্থ সম্পাদক মিয়া মো. রুস্তম মাসুদ, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম কামরুল, প্রচার সম্পাদক সৈয়দ নিয়াজম আহমদ, দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন, দুর্ঘটনা অনুসন্ধান ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. সোহেল চৌধুরী, প্রকাশনা সম্পাদক মো. আশিক আহমদ, আইন বিষয়ক সম্পাদক আতিকুর রহমান খান মুন্না, সাংস্কৃতিক সম্পাদক মো. এমিল আকন্দ সেজু, সমাজ কল্যাণ ও ক্রীড়া সম্পাদক আল আমিন খান, মহিলা বিষয়ক সম্পাদক লসমী তালুকদার, যুব বিষয়ক সম্পাদক মো. মাসুদুজ্জামান তফাদার মুক্তার, কার্যকরী সদস্য মো. তৌছির মিয়া, আলমগীর হোসেন, সৈয়দ বুরহান আলী, সৈয়দ আহসান হাবিব, মো. জয়নুল আমিন, শাহেদ আহমদ চৌধুরী, মো. হারিছ উদ্দিন, মো. মনির চৌধুরী, মো. রবিউল ইসলাম, মো. আবুল বশর সাকু, পরিমল পাল, শাহ আল আমিন, সৈয়দ আলবাব মাহমুদ, মো. ইয়াছির আরাফাত সুমন, মহেষ ঘোষ, আব্দুল আজিজ রাসেল, মো. কবির আহমদ, ইফতেখার হোসেন সুহেল, মনসুর আহমদ, আক্তার হোসেন, শেখ জাকারিয়া, মাসরুর আহমদ, সানোয়ার হোসেন, জাকারিয়া আহমদ, বদরুল ইসলাম, সুহেল আহমদ, আবু মাহমুদ, মাসরুল ই কিবরিয়া, আব্দুল্লাহ আল মামুন চৌধুরী, আজিজ চৌধুরী, কাজী শাহেদুল ইসলাম, আজহারুল ইসলাম, ইমদাদুল হক, লাক্কু মিয়া, সাদিকুর রহমান সুহেল, বিথি রানী নাথ, সৈয়দ উজ্জ্বল মুরাদ, সাকির হোসেন।

নবগঠিত এই কমিটির প্রধান উপদেষ্টা বিরোধী দলীয় হুইপ সেলিম উদ্দিন এমপি, উপদেষ্টামন্ডলীর সদস্যবৃন্দরা হলেন, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রি এর সভাপতি স্বর্ণলতা রায়, নিসচা সিলেট জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি ও কেন্দ্রীয় কমিটির আজীবন সদস্য জহিরুল ইসলাম মিশু, নিসচা সিলেট জেলা শাখার সাবেক সভাপতি নজরুল ইসলাম।


আপনার মন্তব্য

আলোচিত