ছাতক প্রতিনিধি

০৬ জানুয়ারি, ২০১৮ ২৩:২২

ছাতকে বৃত্তি প্রদান ও সনদপত্র বিতরণ

ছাতকে মৌলভী গোলাম মোস্তফা ট্রাস্টের উদ্যোগে বৃত্তি প্রদান ও সনদপত্র বিতরণ করা হয়েছে।

শনিবার (৬ জানুয়ারি) গোবিন্দগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক প্রফেসর ড. মোহাম্মদ খায়রুল হাসান।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আজিজুল হোসেনের সভাপতিত্বে ও ট্রাস্টের সমন্বয়ক রুহুল আমীন সুমনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, যুক্তরাষ্ট্রের মিশিগান সিটির সাবেক কাউন্সিলর ও মেট্রোপলিটন ইউনিভার্সিটি সিলেটের ডিরেক্টর কাজী মকসুদ মিয়া, ছাতক উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মানিক চন্দ্র দাশ।

এসময় বক্তব্য রাখেন  বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিন, জাউয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ এস এম মিছবাহুজ্জামান শিলু, রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুমিনুর রহমান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা ফিরোজ আহমেদ, কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  প্রধান শিক্ষক জয়নাল আবেদীন, গোবিন্দগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  প্রধান শিক্ষক মোস্তাক হোসেন, আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  প্রধান শিক্ষক  মাওলানা শামছুল ইসলাম, বাউভোগলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  প্রধান শিক্ষক নান্টু চন্দ, দশঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  প্রধান শিক্ষক জয়ন্তী রানী দেবনাথ, বেরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  প্রধান শিক্ষক মানিক মিয়া, খিদ্রাকাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  প্রধান শিক্ষক ছায়েদুর রহমান, কাইতকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  প্রধান শিক্ষক অসীম চক্রবর্তী, তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  প্রধান শিক্ষক একেএম ইকবাল, পীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  প্রধান শিক্ষক মারফত আলী, বিলপার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  প্রধান শিক্ষক নাদিরা পারভীন, নোয়াগাঁও আব্দুল জব্বার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  প্রধান শিক্ষক কামাল উদ্দিন, চৌকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  প্রধান শিক্ষক কৃপাময় চন্দ্র সরকার, লাকেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  প্রধান শিক্ষক সালেহ আহমদ কবির, ধনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  প্রধান শিক্ষক সুরঞ্জিত তালুকদার, লতিফিয়া ইসলামী কিন্ডারগার্টেন এর প্রধান শিক্ষক আলী আসগর, বাদে ঝিগলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলবাহার বেগম, জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালিক,  সহকারী শিক্ষক মাহবুবুর রশীদ, গীতা রানী দাস, রূপালী ভৌমিক, আফিয়া খাতুন, আফতারুন নাহার, অঞ্জনা বেগম, সালমা আক্তার, সায়মা আক্তার রুমী, পান্না শর্মা, প্রিয়াংকা তালুকদার,  খলিলুর রহমান, এএস এম নোমান, এটিএম ফজলুর রহমান, আব্দুল বাসিত প্রমুখ। অনুষ্ঠানের  শুরুতে কোরআন তেলওয়াত করেন গোবিন্দগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী নাঈমা আক্তার ঝুমা।

আপনার মন্তব্য

আলোচিত