সিলেটটুডে ডেস্ক

২৮ জানুয়ারি, ২০১৮ ১৮:২৮

জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়ন ১৪১৮ এর ত্রিবার্ষিক সাধারণ সভা কদমতলী বাস টার্মিনাল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুরে জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক সজিব আলী। বিশেষ অতিথি ছিলেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার আবদুল মতিন চৌধুরী, সাবেক সহকারী নির্বাচন কমিশনার আহমদ আল হাকিম, অশোক বিজয় দেব।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন ২১৫৯ এর সভাপতি দিলু মিয়া, কার্যকরী সভাপতি আব্দুস সালাম, সিলেট জেলা সিএনজি অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন রেজি নং চট্ট ৭০৭ এর সাধারণ সম্পাদক আজাদ মিয়া, হবিগঞ্জ জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মলাই মিয়া, সিলেট জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন ২০৯৭ এর কার্যকরী সভাপতি মতছির আলী।

সাধারণ সভায় উপস্থাপিত ত্রিবার্ষিক আয় ব্যয়ের হিসাব সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। তাছাড়া ইউনিয়নের কোন শ্রমিক মারা গেলে তার পরিবারকে ৫০ হাজার টাকা অনুদান প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। সাধারণ সভায় ৬৪টি উপকমিটির সভাপতি ও সম্পাদকবৃন্দ উপস্থিত থেকে তাদের মতামত উপস্থাপন করেন।

সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে সজিব আলী বলেন- পরিবহণ শ্রমিকদের জীবন মান উন্নয়নে সিলেট জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। ত্রিবার্ষিক সাধারণ সভায় সর্বস্তরের শ্রমিক নেতাকর্মীর স্বতঃস্ফূর্ত উপস্থিতি এটাই প্রমাণ করে বর্তমান দায়িত্বশীলরা শ্রমিকদের কল্যাণে অবদান রাখতে সক্ষম হয়েছেন।
তিনি বলেন- শ্রমিকদের শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা অনসুরণ করে চলতে হবে। তাতে জীবনের চলার পথ মসৃণ ও সুগম হবে। তাই সকল ভেদাভেদ ও বিতর্কের ঊর্ধ্বে উঠে শ্রমিকদের ঐক্যবদ্ধভাবে সামনের দিকে এগিয়ে যেতে হবে।

সাধারণ সম্পাদক রকিব উদ্দিন রকিবের পরিচালনায় শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- সহ-সভাপতি শাহা জামাল, যুগ্ম সাধারণ সম্পাদক আয়ূবুর রহমান, সহ সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত, প্রচার সম্পাদক আয়নাল উদ্দিন, কোষাধ্যক্ষ শামসুল হক মানিক, সদস্য আতাউর রহমান সেলিম, সুয়েব আহমদ, হারিছ আলী, মকবুল হোসেন বাদল, লিটন আহমদ, সোহেল আহমদ প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত