সিলেটটুডে ডেস্ক

৩০ জানুয়ারি, ২০১৮ ২১:০৬

সিলেটের সাংবাদিকদের ঐতিহ্য রয়েছে: আলী আহমদ

দক্ষিণ সুরমা প্রেসক্লাবে শুভেচ্ছা বিনিময়

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ বলেছেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সিলেটে কর্মরত সাংবাদিকদের ঐতিহ্য রয়েছে। এই ধারাবাহিকতা দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সাথে সম্পৃক্ত সাংবাদিকগণ অক্ষুণ্ণ রাখবেন।

দক্ষিণ সুরমার উন্নয়ন, সমস্যা-সম্ভাবনা নবগঠিত কমিটির সাংবাদিকদের লিখনির মাধ্যমে উঠে আসবে বলে বিশ্বাস করি। তিনি প্রেসক্লাবের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস ব্যক্ত করেন তিনি।
 
গত বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে মৌবন সুপার মার্কেটস্থ দক্ষিণ সুরমা প্রেসক্লাব কার্যালয়ে নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময়কালে উপরোক্ত কথাগুলো বলেন।

প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম মুসিকের সভাপতিতে ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম ইমরানের পরিচালনায় শুভেচ্ছা বিনিময়কালে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি মো. সাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক শামীম আহমদ, জেলা বিএনপির উপদেষ্টা সিরাজুল ইসলাম সিরাজ, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নবনির্বাচিত সহ সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর, কোষাধ্যক্ষ এম.এ খালিক, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সাহাদ উদ্দিন দুলাল, দপ্তর ও পাঠাগার সম্পাদক শিপন আহমদ, নির্বাহী সদস্য হুমায়ুন কবির লিটন, শরীফ আহমদ, প্রতিষ্ঠাতা সদস্য গোলাম মর্তুজা বাচ্চু, সাবেক সহ সাধারণ সম্পাদক শফিক আহমদ শফি, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সহ সভাপতি মো. নামর আলী, সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান ফয়েজ, যুগ্ম সম্পাদক আব্দুল লতিফ খান, বরইকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি সাহেদুল ইসলাম বাচ্চু, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম তুরন, বিএনপি নেতা আব্দুর রহিম, আজির উদ্দিন, নজমুল ইসলাম, আব্দুল হান্নান, জেলা যুবদল নেতা মকসুদুল করিম নুহেল, মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক ফখরুল ইসলাম রুমেল, জেলা ছাত্রদল নেতা বাবর আহমদ রনি, সুহেল ইবনে রাজা, এনামুল হক প্রমুখ।

শুভেচ্ছা বিনিময় কালে আলী আহমদ সহ বিএনপির নেতৃবৃন্দ নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে মিষ্টমুখ করান এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

আপনার মন্তব্য

আলোচিত