বানিয়াচং প্রতিনিধি

১৫ ফেব্রুয়ারি , ২০১৮ ২১:০৬

বানিয়াচংয়ে পূবালী ব্যাংক লিমিটেড’র গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

পূবালী ব্যাংকে সঞ্চয় করুন নিরাপদে থাকুন’ এই শ্লোগান নিয়ে বানিয়াচংয়ে পূবালী ব্যাংক লিমিটেড গুনিনগঞ্জ বাজার শাখার গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টায় ব্যাংক প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

গুনিনগঞ্জ বাজার শাখার ব্যবস্থাপক দীপক দাশের সভাপতিত্বে ও শাখার কর্মকর্তা সঞ্জীব চক্রবর্তীর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন পূবালী ব্যাংক লিমিটেড বানিয়াচং শাখার ব্যবস্থাপক অসীম কুমার দাশ।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বানিয়াচং ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেখাছ মিয়া,৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান,পূবালী ব্যাংক লিমিটেডের প্রাক্তন সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও ব্যবস্থাপক মো. ফজলু মিয়া, প্রভাষক জয়নাল আবেদীন। সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন অত্র শাখার কর্মকর্তা অভিষেক রায়।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ব্যাংক কর্মকর্তা জাকির হোসেন,বিশিষ্ট শিল্পপতি ছামির আলী, প্রভাষক আব্দুছ ছাত্তার, ব্যবসায়ী সাবাজ মিয়া, মহিউদ্দিন আগা খান, আজিজুর রহমান খেলু প্রমুখ।

সমাবেশে গ্রাহকরা পূবালী ব্যাংকের ব্যাংকিং কার্যক্রম সেবায় সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি গ্রাহক ও কর্মকর্তাদের মধ্যে সুসম্পর্ক স্থাপন করার জন্য জোর দাবি জানান।

সমাবেশের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন সাংবাদিক শিব্বির আহমেদ আরজু ও গীতা পাঠ করেন অত্র শাখার জুনিয়র অফিসার পীনাক গোস্বামী।

সমাবেশে বানিয়াচং গুনিনগঞ্জ বাজারের সর্বস্তরের ব্যবসায়ী, সাংবাদিক, জনপ্রতিনিধি, শিক্ষক ছাড়াও বিপুল সংখ্যক গ্রাহক উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত