সংবাদ বিজ্ঞপ্তি

১৬ ফেব্রুয়ারি , ২০১৮ ১৬:২৮

সরকার চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে কাজ করছে: মোমেন

জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. এ.কে আব্দুল মোমেন বলেছেন, আওয়ামী লীগ সরকার চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। বর্তমান সরকারের আমলেই দেশে গরীবদের সংখ্যা কমেছে। দেশ উন্নত হয়েছে। দেশের মানুষ উন্নত ভাবে জীবনযাপন করতে পেরেছে। নিরাপদে তাদের বাড়িতে থাকতে পারছে।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে সিলেট সদরের ৬নং টুকের বাজার ইউনিয়নের কেউয়াছড়া বাগানে চা শ্রমিকদের মধ্যে নিজস্ব উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।

এসময় তিনি আরো বলেন, উন্নত দেশ গঠনের শেখ হাসিনা সরকারের ভূমিকা অপরিসীম। শ্রমিকদের ভাগ্যোন্নয়নে তাদের পাশে থেকে কাজ করছে এ সরকার। তাই উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে আবারো শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফতাব আহমদ, আইন বিষয়ক সম্পাদক আব্দুল আজিজ, ১৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাবেদ সিরাজ, টুকেরবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক মুকিদ হোসেন।

অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন খাদিমনগর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সভাপতি মুক্তার হোসেন, যুবলীগ নেতা কামাল হোসেন, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন সিলেট ভ্যালী কার্যকরী পরিষদের সভাপতি রাজু গোয়ালা, মালনীছড়া শাখা কমিটির সভাপতি রঞ্জন নায়েক, সাধারণ সম্পাদক বিক্রম কর, মো. সিরাজুল ইসলাম, মাওলানা আবুল হোসেন প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত