সিলেটটুডে ডেস্ক

২১ ফেব্রুয়ারি , ২০১৮ ১৯:১৫

মাতৃভাষা দিবসে জননী ফাউন্ডেশন সিলেটের আলোচনা সভা

সিলেট বিভাগের আর্থ-সামাজিক সংগঠন জননী ফাউন্ডেশন সিলেটের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ ফেব্রুয়ারি) সিলেট নগরীর জিন্দাবাজার ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সিটিতে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি কবি মোশাররফ হোসেন সুজাত এর সভাপতিত্বে ও সেক্রেটারি মাসিক শিমুল বার্তার সম্পাদক আমজাদ হোসাইনের পরিচালনায় অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন সহ সাধারণ সম্পাদক সৈয়দা দিবা, সহ সাধারণ সম্পাদক ও দি আর্থ অব অটোগ্রাফ সম্পাদক আব্দুল কাদির জীবন, সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী নজমুল ইসলাম সুমন, সহ সাংগঠনিক সম্পাদক ফয়েজ আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক শেখ মুস্তাফিজ তৈমুর, মহিলা বিষয়ক সম্পাদিকা সৈয়দা শিফা, অর্থ সম্পাদক সজিব রহমান, শিক্ষা সম্পাদক মোহাম্মদ আমিন, প্রচার সম্পাদক এম এ মুকিত, সহ অর্থ সম্পাদক আহমদ হাসান মারুফ, সহ প্রচার সম্পাদক রায়হান তালুকদার, আরশ আলী প্রমুখ।

আলোচনা সভার প্রথমেই বক্তারা মহান ভাষা আন্দোলনের শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন ও তাদের আত্মার মাগফেরাত কামনা করেন।

তারা বলেন, শহীদ সালাম, বরকত, রফিক, জব্বারের আত্মত্যাগ বৃথা যায়নি। তাদের রক্তের বিনিময়ে আজ আমরা মাতৃভাষায় কথা বলতে পারছি, মনের ভাব প্রকাশ করতে পারছি। এভাবেই প্রতিটা স্বাধিকার আন্দোলনে আমাদের ত্যাগ স্বীকার করতে হবে। মাতৃভাষার শহীদরা সারাটা জীবন অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রেরণার উৎস হয়ে থাকবে।

পরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি পুষ্পস্তবক অর্পণ করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত