সংবাদ বিজ্ঞপ্তি

২৩ ফেব্রুয়ারি , ২০১৮ ১৪:৩০

লিডিং ইউনিভার্সিটিতে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

সিলেটের বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটিতে “টুলস এন্ড টেকনিক্স ফর একাডেমিক রাইটিং এন্ড পাবলিকেশন” শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের হলরুমে ইনিস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসিউরেন্স সেল (আই.কিউ.এ.সি.) এর উদ্যোগে
এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. কামরুজ্জামান চৌধুরী এবং রিসোর্স পারসন হিসেবে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি সেন্টার ফর রিসার্চ এন্ড ট্রেনিং এর এ্যাক্সেকিউটিভ ডিরেক্টর প্রফেসর ড. মোহাম্মদ শাহরিয়ার হক উপস্থিত ছিলেন।

লিডিং ইউনিভার্সিটির আই.কিউ.এ.সি এর ডিরেক্টর মো. রেজাউল করিমের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. এস. এম. আলী আক্কাস । কর্মশালায় লিডিং ইউনিভার্সিটির বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান এবং শিক্ষকগন অংশগ্রহণ করেন। কর্মশালার সার্বিক কোঅর্ডিনেশনে ছিলেন লিডিং ইউনিভার্সিটির আই.কিউ.এ.সি এর অ্যাডিশনাল ডিরেক্টর স্থপতি রাজন দাশ।

আপনার মন্তব্য

আলোচিত