সিলেটটুডে ডেস্ক

২৪ ফেব্রুয়ারি , ২০১৮ ২৩:৪৩

মাতৃভাষা দিবস উপলক্ষে দক্ষিণ সুরমা আওয়ামী লীগের সভা

মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দক্ষিণ সুরমার বাইপাস সংলগ্ন একটি কমিউনিটি সেন্টারে এ সভার আয়োজন করা হয়।

দক্ষিণ সুরমা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজি আব্দুস সালামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ।

উপজেলা আওয়ামী লীগের সদস্য শ্রী তপন চন্দ্র পালের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ফারুক আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক রইছ আলী, যুক্তরাজ্য আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, দক্ষিণ সুরমা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুক উদ্দিন, সিরাজুল ইসলাম, সিলেট জেলা পরিষদের সদস্য মতিউর রহমান মতি, নুরুল ইসলাম ইছন, জেলা যুবলীগের ক্রীড়া সম্পাদক মনোয়ার হোসেন মনু, আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমদ চৌধুরী, আব্দুস সালাম গয়াছ, দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের আহ্বায়ক মোহাম্মদ জালাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক লোকমান হোসেন, জাকির হোসেন, রুহুল ইসলাম তালুকদার, আলী আহমদ, উসমান আহমদ, আব্দুস সালাম, আলী হোসেন, সাবেক ছাত্রনেতা মো. নিজাম উদ্দিন, মো. শাহীন আলী, শাহীন আহমদ, দক্ষিণ সুরমা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান সানি, ছাত্রলীগ নেতা মো. আবু আহাদ, আলী আকবর, মো. কামরান হোসেন, জাবেদ আহমদ, মাজেদ আহমদ, ওয়ালিউর রহমান তানিম, নাঈম ইসলাম, ময়নুল ইসলাম, লিমন আহমদ, সাকিল আহমদ, হাসান আহমদ, রুমন আহমদ, রনি, মুন্না, ফরহাদ, এমাদ, মোমন, জিবলু, সামাদ, প্রিন্স, নিজাম, আলামিন, শরীফ আহমদ রাজা, ফাহিম, পল্লব, প্রাবন, অমিত, তানভীর, লাবিব, প্রান্ত, মুমিত পাল, আকরাম, সিরাজুল প্রমুখ। সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন আব্দুল মালিক।

আপনার মন্তব্য

আলোচিত