সিলেটটুডে ডেস্ক

২৭ ফেব্রুয়ারি , ২০১৮ ১৫:২৯

আন্তর্জাতিক মাতৃভাষা সম্মাননায় ভূষিত সিলেটের কামাল ও কাবুল

জয় বাংলা সাংস্কৃতিক পরিষদ আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা, গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সমাজসেবা ও সংগঠক হিসেবে বিশেষ অবদান রাখায় সিলেটের আয়কর আইনজীবী রোটারিয়ান মো. কামাল আহমদ ও ক্রীড়া ও সংস্কৃতিতে বিশেষ অবদান রাখায় এসএম কাবুল আহমদ (খাদিম) কে আন্তর্জাতিক মাতৃভাষা সম্মাননা ২০১৮ প্রদান করা হয়।

রোববার (২৫ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় রাজধানী ঢাকায় কেন্দ্রীয় কচি কাচার মেলা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সিনিয়র সাংবাদিক আবুল কাশেমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মুস্তাফিজুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত ভাষা সৈনিক ড. জসিম উদ্দিন, আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য মুজাফ্ফর হোসেন পল্টু, এডভোকেট নাভানা আক্তার এমপি।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা, দেশ বরেণ্য সাংবাদিক, লেখক, কবি, সাহিত্যিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।

আপনার মন্তব্য

আলোচিত