সংবাদ বিজ্ঞপ্তি

০৮ মার্চ, ২০১৮ ২০:৫৮

স্ট্যালিনের মৃত্যুবার্ষিকীতে ট্রেড ইউনিয়নের আলোচনা সভা

বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার উদ্যোগে কমরেড স্ট্যালিনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার (৫ মার্চ) সন্ধ্যা ৭ টায় সংগঠনের জেলা কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদশে ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি শ্রমিকনেতা সুরুজ আলী। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা শাখার সভাপতি এডভোকেট কুমার চন্দ্র রায়।

বাংলাদশে ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক মো. ছাদেক মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন বাংলাদশে ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, রমজান আলী পটু, কোষাধ্যক্ষ আব্দুল সালাম প্রমুখ।

সভায় বক্তারা বলেন, কমরেড স্ট্যালিনের নেতৃত্বে তৎকালীন সোভিয়েত রাশিয়ায় সকল প্রতিকূলতা মোকাবিলা করে সমাজতান্ত্রিক উৎপাদন ব্যবস্থা বিনির্মাণ করেন। তাঁর নেতৃত্বে ২য় বিশ্বযুদ্ধে ফ্যাসিস্ট শক্তিকে পরাজিত করে শ্রমিক শ্রেণি বিজয় অর্জন করে এবং পৃথিবীব্যাপী সমাজতন্ত্র তথা শ্রমিক শ্রেণির লাল ঝাণ্ডাকে মানব মুক্তির একমাত্র পথ হিসেবে সামনে নিয়ে আসে।

বক্তারা বলেন, শ্রমিক আন্দোলনের ইতিহাসে শ্রমিকরা যখনই সৎ, সংগ্রামী, শ্রেণি সচেতন শ্রমিক নেতৃত্বে নিজেদের সংগঠিত করতে উদ্যোগী হয়েছে তখনই মালিকরা হুমকি-ধামকি, চাকরি হতে ছাটাই, সন্ত্রাসী দিয়ে হামলা, মিথ্যা মামলা, গ্রেফতার, জেল-জুলুম, রিমান্ডে নিয়ে নির্যাতন ইত্যাদি চালিয়ে দমন করতে চেয়েছে। সেই সাথে বাবু বা সাদা পোশাকি শ্রমিক নেতাদের সুবিধা দিয়ে শ্রমিকদের কাতারে নিজেদের সংগঠন দাঁড় করিয়ে শ্রমিকদের বিভ্রান্ত ও বিভক্ত করে। এর বিপরীতে শ্রমিকরা মালিকদের সাথে লড়াইয়ে, নিজেদের মুক্তির প্রয়োজনে শ্রমিক শ্রেণির অগ্রণীদের সহযোগিতায় ইতিহাস থেকে শিক্ষা নিয়ে বিজ্ঞানের সর্বোচ্চ আবিষ্কার কাজে লাগিয়ে যেমন ঐসব ষড়যন্ত্র মোকাবেলা করেছে তেমনি নিজেদের সংগঠন রক্ষা করে বিজয় ছিনিয়ে এনেছে। মালিকদের দালাল এ সকল ষড়যন্ত্রকারীরা সাময়িক বিভ্রান্ত সৃষ্টি করলেও শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামকে ধাবিয়ে রাখতে পারবে না। পথ আঁকাবাঁকা হলেও শ্রমিক শ্রেণির বিজয় সুনিশ্চিত।

আপনার মন্তব্য

আলোচিত