সংবাদ বিজ্ঞপ্তি

২৭ মার্চ, ২০১৮ ২২:২৯

ডিএম হাইস্কুলের ৯৮ ব্যাচের কৃতি-শিক্ষার্থী সংবর্ধনা

সিলেটের বিয়ানীবাজারের ঢাকা উত্তর মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়ের (ডিএম হাই স্কুল) ১৯৯৮ সালের এসএসসি ব্যাচের কৃতি-শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ মার্চ) দুপুর ১২টায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহফুজুর রহমান মোল্লা ।

বিশেষ অতিথি ছিলেন আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ মামুন, গোলাপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ চৌধুরী, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হারুন হেলাল চৌধুরী, ঢাকা উত্তর মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ফখরুল আলম চৌধুরী, সিনিয়র শিক্ষক মখছুছুল আম্বিয়া চৌধুরী ।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ ইষ্ট ইউনিভার্সটির সহযোগী অধ্যাপক তানভীর আহমদ চৌধুরী, ইস্টার্ন ব্যাংক মৌলভীবাজার শাখার অপারেশন ম্যানেজার আব্দুল্লাহ বিন জামান চৌধুরী, সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য দি ফাইনান্সিয়াল এক্সপ্রেসের সিলেট প্রতিনিধি মো. আলী আকবর চৌধুরী, উপ-সহকারী প্রকৌশলী বিদ্যুৎ লুজিন ফ্যাশন লিমিটেড‘র শরীফুল ইসলাম, নবকল্লোল সংগীতালয়ের পরিচালক সংগীতশিল্পি লেইছ উদ্দিন খান শান্ত, লুজিন ফ্যাশন লিমিটেডের প্রজেক্ট ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম প্রমুখ।

সামছুল ইসলামের সভাপতিত্বে ও জাহেদ আহমদের পরিচালনায় পবিত্র কোরআন তেলায়ত করেন জিয়াউর রহমান, গীতা থেকে পাঠ করেন শ্রী নিশি চন্দ্র দাশ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য হেলাল আহমদ, তাজুল ইসলাম, সৈয়দ মোয়াজ্জম হোসেন, বোরহান উদ্দিন, নব নির্বাচিত সদস্য মামুন আহমদ, সিদ্দিকুর রহমান চৌধুরী আমন, মির্জাগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সাজেদা বেগম, উত্তরভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জান্নাত জাহান খান, কাদিমলিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পারুল বেগম, মাহমুদা চৌধুরী খুশি, খালেদ আহমদ, মওদুদ হোসেন চৌধুরী সুমন, আব্দুল খালিক, সামাদ আহমদ চৌধুরী, খসরুজ্জামান, কামরুল হোসেন, কামরান হোসেন, কামরান হোসেন মির্জা, ছালেহ আহমদ, সাহেদ আহমদ, সাবের আহমদ, বায়েজিদ রহমান চৌধুরী, এমদাদুর রহমান লাভলু, রাজুল ইসলাম, সুলেমান আহমদ, আব্দুল্লা চৌধুরী মাসুদ, মাহফুজ আহমদ, মুসফিকুর রহমান মিন্টুসহ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আপনার মন্তব্য

আলোচিত