বড়লেখা প্রতিনিধি

০১ এপ্রিল, ২০১৮ ১৩:০৩

বড়লেখায় অজমির বিদ্যালয়ে টিফিন বক্স বিতরণ ও মিড ডে মিল চালু

মৌলভীবাজারের বড়লেখা পৌর শহরের অজমির সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৭১ জন শিক্ষার্থীর মাঝে টিফিন বক্স বিতরণ ও ‘মিড ডে মিল’ কার্যক্রম চালু করা হয়েছে।

বড়লেখা পৌরসভার বাস্তবায়নে এবং শিক্ষক মনির উদ্দিন, মীর মুহিবুর রহমান, সমাজসেবক রাসেল বিল্লাহ চৌধুরী ও শাহিন আহমদের ব্যক্তিগত উদ্যোগে টিফিন বক্স বিতরণ ও ‘মিড ডে মিল’ কার্যক্রম চালু হয়েছে।

এ উপলক্ষে শনিবার দুপুরে অজমির সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল লতিফ লতু’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী।

এতে শিক্ষক মনির উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য দেন পৌরসভার প্যানেল মেয়র তাজ উদ্দিন, সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পার্থ পাল, পৌর কাউন্সিলর আলী আহমদ চৌধুরী জায়েদ, আব্দুল হাফিজ ললন, রাহেন পারভেজ রিপন, সাবেক ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম মামুন, দলিল লেখক সমিতির সভাপতি মীর মখলিছুর রহমান, শিক্ষক মীর মুহিবুর রহমান, এলাকার সমাজসেবক শামিম আহমদ প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত