সংবাদ বিজ্ঞপ্তি

১৪ মে, ২০১৮ ০০:১৯

সিলেট জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃত্বকে বিভিন্ন মহলের অভিনন্দন

সিলেট জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃত্বকে বিভিন্ন মহলের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে। শনিবার (১২ মে) রাত ১১টার দিকে দ্বিবার্ষিক নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই আসছে অভিনন্দনবার্তা। রোববার (১৩ মে) দিনভর বিভিন্ন সংগঠন, ব্যক্তি, প্রতিষ্ঠানের পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন করা হয়েছে।

সিলেট জেলা প্রেসক্লাবের নতুন নেতৃত্বকে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে সভাপতি খন্দকার শিপার আহমদ, সিলেট জেলা ক্রীড়া সংস্থার পক্ষে সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম অভিনন্দন জ্ঞাপন করেছেন।

রোববার সন্ধ্যায় ফুল দিয়ে নবনির্বাচিত কমিটিকে অভিনন্দিত করে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) সিলেট শাখা। এ সময় সিলেট জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মনির, পুনঃনির্বাচিত সাধারণ সম্পাদক শাহ্‌ দিদার আলম নবেল, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক ওলিউর রহমান উপস্থিত ছিলেন।

বিএনএ’র পক্ষে উপস্থিত ছিলেন সিলেট শাখার সভানেত্রী শামীমা নাসরিন, সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক, যুগ্ম সম্পাদক সুলেমান আহমদ ও সাংগঠনিক সম্পাদক অরবিন্দু চন্দ্র দাশ। পরে নবনির্বাচিত কমিটিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় সিলেট জেলা ন্যাপ-ভাসানী।

এ সময় সিলেট জেলা প্রেসক্লাবের পুনঃনির্বাচিত সাধারণ সম্পাদক শাহ্‌ দিদার আলম নবেল, দপ্তর সম্পাদক ইমরান আহমদ, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক ওলিউর রহমান, কার্যনির্বাহী সদস্য আলী আকর চৌধুরী, সুব্রত দাস, দৈনিক ইনকিলাবের ব্যুরো প্রধান ফয়সল আমিন উপস্থিত ছিলেন।

জেলা ন্যাপ-ভাসানীর সভাপতি আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক শহিদুল হক নগরী, যুব উন্নয়ন সংস্থার সভাপতি ইমতিয়াজ রহমান ইনু, ডা. মখলিছ রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে জেলা প্রেসক্লাবের নতুন নেতৃত্বকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে ইয়াং স্টার ক্লাব। এ সময় সিলেট জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মনির, পুনঃনির্বাচিত সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম নবেল, সাধারণ সদস্য সুলতান সুমন প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়াও সিলেট জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছে ওসমানী স্মৃতি পরিষদ, সিলেট জেলা জাসাস, উদয় সমাজকল্যাণ সংস্থা, ইসলামপুর যুব সমাজকল্যাণ সংস্থাসহ বিভিন্ন সংগঠন।

আপনার মন্তব্য

আলোচিত