সিলেটটুডে ডেস্ক

১১ জুন, ২০১৮ ১৬:৫৪

বিভেদ ভুলে এক টেবিলে আওয়ামী লীগ-বিএনপি নেতারা

সম্প্রীতির’ ৯৪ জামালগঞ্জের ইফতার

নিজ দলের নেতাকর্মীরা ৩/৪টি ধারায় বিভক্ত। তার উপর প্রধান দুটি রাজনৈতিক দল আওয়ামী লীগ বিএনপি নেতাদের মুখ দেখাদেখি বন্ধ। এ অবস্থায় সবাইকে এক টেবিলে নিয়ে ইফতার করলো সম্প্রীতির’ ৯৪ জামালগঞ্জ।

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ১৯৯৪ সালের এসএসসি পরীক্ষার্র্থীদের সংগঠন এটি। রোববার সম্প্রীতির’ ৯৪ এর আয়োজনে উপজেলার সাচনা বাজার উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দকে নিয়ে ইফতার ইফতার করেন সংগঠনের শতধিক সদস্য। তাছাড়া তাদের সাথে যোগ দেন মুক্তিযোদ্ধা, রাজনৈতিক, প্রশাসনিক, ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিকসহ  বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ।

ইফতার পূর্ব আলোচনায় বক্তারা বলেন, সকল দলের অংশগ্রহন নিশ্চিত করতে পারায় আয়োজকদের ধন্যবাদ জানান। পাশাপাশি বক্তারা সম্প্রতির’ ৯৪ এর সদস্যদের জামালগঞ্জ তথা দেশের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

সম্প্রীতির’ ৯৪ জামালগঞ্জ এর সদস্য আব্দুল বাসির দুলালের সভাপতিত্বে ও খন্দকার শহিদুল ইসলামের সঞ্চালনায় আলোচনায় বক্তব্য দেন, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রেজাউল করিম শামীম, সাবেক উপজেলা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা ইউসুফ আল-আজাদ, উপজেলা বিএনপির সভাপতি নূরুল হক আফিন্দী,  সাবেক ছাত্রলীগ নেতা শাহারিয়ার চৌধুরী বিপ্লব।  ইফতার মাহফিলের দোয়া পরিচালনা করেন  মাওলানা কাজী রশিদ আহমদ।

উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সহসভাপতি দিজেন লাল দাস, উপজেলা বিএনপি নেতা মো. মাসুক মিয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদ ওয়ালী উল্লাহ সরকার, সাচনা বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রহিছ মিয়া,  সাচনা বাজার বণিক সমিতির সাবেক সভাপতি মানিক লাল রায়, ব্যবসায়ী স্বপন রায়, পংকজ পাল চৌধুরী, মন্তোষ সরকার, চিত্ত রঞ্জন পাল, রুনু দে, সমাজ সেবক হরেন্দ্র তালুকদার, শম্ভু আচারয্য, জামালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অঞ্জন পুরকায়স্থ,  বেহেলী ইউনিয়নের চেয়ারম্যান অসিম তালুকদার, যুবলীগের সভাপতি ইকবাল আল-আজাদ, স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি আবু তাহের, জামাল গঞ্জ মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবুহেনা মোস্তফা জামান ও সহকারী শিক্ষক মৌলানা আতাউর রহমান, সাংবাদিক নিজাম নূর, ব্যবসায়ী উজ্জ্বল পাল, উজ্জ্বল রায়,  সম্প্রীতির’ ৯৪ জামালগঞ্জ এর সদস্য মনোরঞ্জন সরকার, সজল রায়, গুরুদাস পাল,  মানিক মিয়া, ফারুক আহমদ, আলাউদ্দিন, কল্লোল ঘোষ চৌধুরী, মনোজ সরকার, নিহার চৌধুরী, ‍সুব্রত তালুকদার পিংকু, শুক্কুর আলী, রজত রায়, হিমেন্দু রায় প্রমুখ।  

এসময় বক্তারা বলেন, ১৯৯৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের অনেকেই সরকারী উচ্চ পদে আসীন। তাদের অনেকেই জামালগঞ্জের গন্ডি ছাড়িয়ে ইউরোপ আমেরিকা ও মধ্যপ্রাচ্যে বসবাস করে। তাছাড়া দেশের বিভিন্ন স্থানে নিজনিজ কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত। অনেকে এলাকায় ব্যবসা বাণিজ্যে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। সকল সহপাঠী বন্ধুদের নিয়েই এই প্ল্যাটফর্ম সম্প্রীতির’ ৯৪ জামালগঞ্জ। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের মধ্যে প্রায় প্রতিদিনই যোগাযোগ স্থাপন করে তারা এক অনন্য উদাহরণ তৈরি করেছে। এই সম্মিলিত শক্তি প্রতিবছর একবার ছুটিতে জামালগঞ্জে এসে প্রাণের উচ্ছাসে মিলিত হয়। তাছাড়া তারা বিভিন্ন সামাজিক দায়িত্ববোধ থেকে থেকে সমাজ সেবায় এগিয়ে আসে। তারা এবার ইফতার ও দোয়া মাহফিলের মাধ্যমে জামালগঞ্জের সকল রাজনৈতিক, ব্যবসায়ী, মুক্তিযোদ্ধা, শিক্ষক, জনপ্রতিনিধি ও সাংবাদিক নেতৃবৃন্দের সাথে সম্প্রীতির বন্ধন দৃঢ় করেছে।

আপনার মন্তব্য

আলোচিত