সংবাদ বিজ্ঞপ্তি

২১ জুলাই, ২০১৮ ১৮:০১

সিলেটে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ১১ জোনের কর্মশালা

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লি. সিলেট জোনের এগারোটি শাখার শাখা ব্যবস্থাপক, দ্বিতীয় কর্মকর্তা, শাখার বিভিন্ন বিভাগের প্রধানসহ ৫৫ জন কর্মকর্তা নিয়ে ইন্টারনাল কনট্রোল এন্ড কমপ্লায়েন্স রিস্ক ম্যানেজমেন্ট ইন ব্র্যাঞ্চেস শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়।

শনিবার (২১ জুলাই) দিনব্যাপী আম্বরখানাস্থ হোটেল বৃটানিয়ায় এ কর্মশালার আয়োজন করা হয়।

ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও সিলেট জোনের প্রধান মো. ফজলুর রহমান আশরাফীর সভাপতিত্বে ও সিলেট জোনাল অফিসের এফ.এ.ডি.পি নুরুল আম্বিয়া চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লি. এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও ইন্টারনাল কন্ট্রোল এন্ড কমপ্লায়েন্স ডিভিশনের প্রধান মুহাম্মদ মাহমুদুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ট্রেনিং ও রিসার্চ ইন্সটিটিউট এর অধ্যক্ষ ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. আব্দুর রহীম দুয়ারী।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, এ. এম. এম. গৌছ উদ্দিন সিদ্দিকী এভিপি, এভিপি কয়ছর খান, এভিপি মিজানুর রহমান, এভিপি আব্দুর রহমান ভূঁইয়া, পিও মো. সাইফুল ইসলাম, এস.ই.ও ওমর ফারুক প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ব্যাংকের বিয়ানীবাজার শাখা কর্মকর্তা মো. আব্দুল আহাদ।

কর্মশালায় আলোচকরা শাখা পর্যায়ে বিভিন্ন ধরণের আভ্যন্তরীণ রিস্ক ম্যানেজমেন্টের উপর বিস্তারিত আলোচনা করেন।

আপনার মন্তব্য

আলোচিত