সিলেটটুডে ডেস্ক

০৬ সেপ্টেম্বর, ২০১৮ ০০:১০

গোলাপগঞ্জে মাদ্রাসার অভিভাবক সদস্যকে হুমকির অভিযোগে মামলা

গোলাপগঞ্জের এক মাদ্রাসার অভিভাবক সদস্যকে হুমকি প্রদানের অভিযােগে আদালতে আদালতে মামলা দায়ের করা হয়েছে। সিলেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.মইনুল হোসেন চোধুরীর আদালতে বুধবার এ মামলাটি দায়ের করেন বরায়া উত্তর ভাগ আলিয়া মাদ্রাসার অভিভাবক সদস্য সালাহ্ উদ্দিন মোহাম্মদ।

আদালত মামলাটি গ্রহণ করে আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে কারণ দর্শানোর জন্য বরায়া উত্তরভাগ গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে মো. মখলিছুর রহমানকে নোটিশ প্রদানের নির্দেশ প্রদান করেন বলে জানিয়েছেন বাদী পক্ষের আইনজীবী আয়েশা বেগম শেলি।

মামলার বাদী সালাহ্ উদ্দিন মোহাম্ম্দ জানান, আমি মাদ্রাসায় অভিভাবক সদস্যের দায়িত্ব নেয়ার পর থেকে দেখে আসছি মাদ্রাসায় অনেক অনিয়ম। কোন সাধারণ সভা বা মাসিক সভা হয় না। তাছাড়া কোন জাতীয় দিবস বা বিশেষ দিন পালনেও মাদ্রাসার প্রিন্সিপাল ও অন্যরা অনিহা প্রকাশ করে। গত ১৫ আগষ্ট জাতীয় শোক দিবসও পালন হয়নি । আমি এ নিয়ে কথা বললে মখলিছুর রহমান ও অন্যরা সবাই মিলে মিটিং করে আমার দুই হাত কাটার হুমকী প্রদান করেন। ফলে আমি আদালতে মামলা দায়ের করেছি।

আপনার মন্তব্য

আলোচিত