সিলেটটুডে ডেস্ক

১৪ অক্টোবর, ২০১৮ ১৩:৪২

অধ্যাপক শ্রীনিবাস দে’র গ্রন্থ প্রকাশনা পরবর্তী সম্মেলন সোমবার

এমসি কলেজ সিলেটের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক শ্রীনিবাস দের গ্রন্থসমূহের প্রকাশনা পরবর্তী সম্মেলন ১৫ অক্টোবর সোমবার অনুষ্ঠিত হবে।

নগরীর মীরের ময়দানস্থ ফারমিজ গার্ডেনে বিকেল ৫টায় ছাত্র-ছাত্রী ও অনুরাগীদের নিয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হবে বলে গণমাধ্যমে পাঠানো এই সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অধ্যাপক শ্রীনিবাস দে’র লিখিত ‘মহাপ্রভুর আবির্ভাব ও তার লীলা মাধুর্য্য’, ‘আমার জীবন কথা’, ‘লন্ডন ভ্রমণের ডায়েরী’, ‘শ্রীশ্রী ঠাকুর সূর্য্যানন্দের জীবনালেখ্য তার লীলাকথা ও আমার গুরুদীক্ষা’, ‘সুস্থ জীবন বিকাশে আমার একান্ত ভাবনা’, ‘সিডনি ভ্রমণ কথা’, ‘সুখের ঠিকানা’, ‘মানুষ জীবনের স্বপ্ন দেখে’, ‘আমার ভুবনে চেনা অচেনা মানুষ’, ‘জীবনের অভিনয়ে আমরা’, ‘ড্যাফোডিলের দেশে’, ‘তীর্থে তীর্থে গয়া কাশী বারানসী’, ‘যুক্তরাজ্য ভ্রমণের স্মৃতিকথা ও টাইটানিক সমাচার’ গ্রন্থসমূহ নানা সময়ে প্রকাশিত হয়েছে।

প্রফেসর শ্রীনিবাস দে লিখিত পুস্তকসমূহের প্রকাশনা পরবর্তী সম্মেলন আয়োজক পর্ষদ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানিয়েছেন।

আপনার মন্তব্য

আলোচিত