সংবাদ বিজ্ঞপ্তি

২৩ নভেম্বর, ২০১৮ ১৯:৩৪

দেশকে এগিয়ে নিতে হলে সঠিক পরিকল্পনা দরকার: ড. মোমেন

জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান ড. একে আব্দুল মোমেন বলেছেন, সারা বিশ্বের মানুষ প্রতিযোগিতা করছে এগিয়ে যাওয়ার লক্ষ নিয়ে আর আমাদের প্রতিযোগিতা হিংসা হানাহানিতে। এসব হিংসা হানাহানির কারণে এদেশ অনেক পিছিয়ে পড়ছে। এদেশকে এগিয়ে নিতে হলে সঠিক পরিকল্পনা দরকার। আর এই পরিকল্পনা বর্তমান সরকারের মধ্যে রয়েছে। শেখ হাসিনা দেশের উন্নয়নে যেসব পরিকল্পনা করেছেন তাতে আগামী ৪১ সালের মধ্যে এই দেশ পরিপূর্ণ সোনার বাংলায় পরিণত হবে।

গত বৃহস্পতিবার রাতে সিলেট নগরীর জেলরোডের একটি হোটেলে বাংলাদেশ হিউম্যান রাইটস্ জার্নালিস্ট কমিশন আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

কমিশনের সভাপতি ফয়সল আহমদ বাবলুর সভাপতিত্বে ও সহ সভাপতি মুকিত রহমানীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, সিলেট জেলা বারের সাবেক সাধারণ সম্পাদক হোসাইন আহমদ চৌধুরী, কমিশনের প্রতিষ্ঠাতা সভাপতি সংগ্রাম সিংহ।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য দেন, দৈনিক উত্তরপূর্বর বার্তা সম্পাদক ফখরুল ইসলাম, সিলেট প্রেসক্লাবের কোষাধ্যক্ষ শাহাব উদ্দিন শিহাব, সিলেট জেলা প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন, জাগো নিউজের সিলেট প্রতিনিধি ছামির মাহমুদ, জেলাবারের সাবেক সহ সম্পাদক অ্যাডভোকেট হোসাইন আহমদ শিপন, কমিশনের সাধারণ সম্পাদক শেখ আশরাফুল আলম নাসির।

সভায় উপস্থিত ছিলেন, ইউএনবি সিলেট প্রতিনিধি মুহাম্মদ মহসিন, যুগান্তরের ফটো সাংবাদিক মামুন হাসান, জাগরণ আমিনুল ইসলাম রোকন, সমকালের স্টাফ ফটো সাংবাদিক ইউসুফ আলী, উত্তর পূর্বের স্টাফ রিপোর্টার অমল কৃষ্ণ দেব, আমাদের নতুন সময়ের সিলেট প্রতিনিধি আশরাফ চৌধুরী রাজু, সাংবাদিক অমিতা সিনহা, মিঠু দাস জয়, আওয়ামী লীগ নেতা জাবেদ সিরাজ, সমাজসেবী তাইনুল ইসলাম আসলাম, রোটারিয়ান কয়েস আহমদ সুমন, শাহ জুনেদ আলী, সমকাল সুহৃদ সিলেট জেলা সভাপতি সুব্রত বসু, কবি ও ছড়াকার জুবের আহমদ সার্জন, সুহৃদ সুজিত দাশ, সজিব চৌধুরী, তুষার মজুমদার, সাইফুল ইসলাম, শিপলু আহমদ, বরুণ বৈদ্য প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত