সংবাদ বিজ্ঞপ্তি

২৫ নভেম্বর, ২০১৮ ১৫:৫৫

ইমতিয়াজ হোসেন তান্নার পিতার মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

সিলেট বিভাগীয় ক্রিকেট দলের খেলোয়াড় ইমতিয়াজ হোসেন তান্নার পিতা বিশিষ্ট ক্রীড়ানুরাগী আনোয়ার হোসেন চৌধুরী (৭৮) এর মৃত্যুতে সিলেট জেলা ক্রীড়া সংস্থার পক্ষ হতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের প্রেসিডেন্ট মাহি উদ্দিন আহমদ সেলিম।

রোববার (২৫ নভেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ শোক প্রকাশ করেন তিনি।

এছাড়াও শোক প্রকাশ করেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী সদস্য বিজিত চৌধুরী, এডভোকেট নিজাম উদ্দিন, নাজনীন হোসেন ও কোষাধ্যক্ষ মো. সিরাজ উদ্দিন, জাতীয় পুরস্কারপ্রাপ্ত ক্রীড়া ব্যক্তিত্ব রঞ্জিত দাস, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট জেলা ক্রীড়া সংস্থার প্রাক্তন সহসভাপতি হাজী এম এ সাত্তার, বিরাজ মাধব চক্রবর্তী মানস, বিমলেন্দু দে নান্টু ও  জুনেদ আহমদ, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মারিয়ান চৌধুরী মাম্মী ও কোষাধ্যক্ষ সৈয়দ তকরিমুল হাদী কাবী, সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের সহসভাপতি মঈনউদ্দিন আহমদ ও আব্দুল মালিক রাজা, কোষাধ্যক্ষ আব্দুর রকিব, কার্যনির্বাহী সদস্য নুরে আলম খোকন, সমর চৌধুরী, মাসুক মিয়া, আজাদুর রহমান আজাদ, মাহমুদ হোসেন শাহীন, ফাহমিন মুর্শেদ চৌধুরী বাবু ও জাহান-ই-আলম নুরী রাহেল, সিলেট ডি.এফ.এ. এর সাধারণ সম্পাদক দীপাল কুমার সিংহ, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাবেক সহসাধারণ সম্পাদক ইমরান আহমদ ও সাবেক কোষাধ্যক্ষ সাহিদ আহমদ চৌধুরী জুয়েল, সিলেট বিভাগীয় ক্রিকেট কমিটির সভাপতি যায়েদ আহমদ চৌধুরী ও সম্পাদক ফরহাদ কোরেশী, ক্রীড়া সংগঠক সুপ্রিয় চক্রবর্তী রঞ্জু, গোলাম জাবির চৌধুরী জাবু, পাপলু দত্ত, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খন্দকার রাজিন সালেহ আলম, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার তাপস কুমার বৈশ্য, জাতীয় ক্রিকেটার অলক কাপালী ও এনামুল হক জুনিয়র, ক্লাবকর্মকর্তাবৃন্দ ও ক্রীড়া সংগঠকবৃন্দ, সিলেট জেলা ক্রিকেট কমিটি, ১ম বিভাগ ক্রিকেট লীগ কমিটি ও দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ কমিটির সদস্যবৃন্দ, সিলেট ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশনের সদস্যবৃন্দ, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জয়দীপ দাস সুজক, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিলেট বিভাগীয় ক্রিকেট কোচ এ কে এম মাহমুদ ইমন ও জেলা ক্রিকেট কোচ মো. রানা মিয়া, সাবেক ও বর্তমান খেলোয়াড়বৃন্দ প্রমুখ।

একইসঙ্গে তাঁরা মরহুমের আত্মার মাগফেরাত কামনায় মহান আল্লাহতালার দরবারে দোয়া প্রার্থনা করেছেন ও তাঁর শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত