সংবাদ বিজ্ঞপ্তি

২৫ নভেম্বর, ২০১৮ ২০:১১

সিলেটে ‘স্বপ্নঘর’র আত্মপ্রকাশ

“শুদ্ধ চিন্তার ভাবাবেশ, গড়ব সোনার বাংলাদেশ” শ্লোগানকে সামনে রেখে সিলেট নগরীর শাপলাবাগ আবাসিক এলাকার দুই নাম্বার রোডের আফসানা ভিলায় ‘স্বপ্নঘর’ সাংস্কৃতিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। চিত্রনাট্য তথা ভিজুয়ালের মাধ্যমে চারদিকে শুদ্ধ চিন্তার বীজ ছড়িয়ে দিতে এই সংগঠনের সকল সদস্য বদ্ধপরিকর বলে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংঘটনটি।   

স্বপ্নঘর সাংস্কৃতিক সংগঠনে প্রাথমিকভাবে ২৫ জন সদস্যর গণ মতামতের ভিত্তিতে কামাল হোসেন খান সভাপতি, সহ সভাপতি জাহাঙ্গীর আলম, শাকির আহমদ, সাধারণ সম্পাদক মুনশি আলিম, সহ সাধারণ সম্পাদক সৈয়দ ছালিম হোসেন, মো. সুলায়মান ইসলাম তাওহিদ, কামরুল হাসান মাসুম, সাংগঠনিক সম্পাদক গুলজার আহমদ গুলসান, সহ সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ফাহিম, চৌধুরী মো. শাহীন, কোষাধ্যক্ষ ইকবাল এইচ কে খোকন, সহ কোষাধ্যক্ষ সুমন রাজা, প্রচার সম্পাদক তোফায়েল আহমদ তুহেল, সহ প্রচার সম্পাদক জাফরান মারুফ, অফিস সম্পাদক ইশতিয়াক আহমদ তুষার, সহ অফিস সম্পাদক মনসুর মোর্শেদ, সদস্য ওবায়দুর রহমান ইশান, আকবর হোসেন, জুনেল আহমদ, গুলজার আহমদ, শেখ জাকারিয়া, রাবু আহমেদ, ছাব্বির আহমদ শুভ, সানজুল হোসেন শিমুল, সুলতান আল নাহিয়ান তাহসিন প্রমুখ নির্বাচিত হয়েছেন।

চিত্রনাট্য বা শর্টফিল্মের মাধ্যমে সমাজের ত্রুটি-বিচ্যুতি তুলে ধরাই মূলত এই সংগঠনের মুখ্য উদ্দেশ্য। এই সংগঠনটি শিশু-কিশোর থেকে শুরু করে সকল শ্রেণি পেশার মানুষের জন্যই কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে। বিশেষ করে মুক্তিযুদ্ধের চেতনা সাধারণের মধ্যে ছড়িয়ে দিতেই এই সংগঠন নিরলসভাবে কাজ করে যাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আপনার মন্তব্য

আলোচিত