সংবাদ বিজ্ঞপ্তি

২৭ নভেম্বর, ২০১৮ ১৮:২৪

আওয়ামী লীগ নেতা আব্দুস সালাম মর্তুর দাফন সম্পন্ন

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য, হযরত শাহ সুফী আরকুম আলী (র.) মাজার পরিচালনা কমিটির সভাপতি, তেতলী ইউনিয়নের ধরাধরপুর গ্রাম নিবাসী আব্দুস সালাম মর্তু’র নামাজে জানাযা শেষে দাফন সম্পন্ন হয়েছে।  

মঙ্গলবার (২৭ নভেম্বর) বেলা ১১টায় পশ্চিম ধরাধরপুর বাগেরবাড়ী শাহী ঈদগাহ ময়দানে নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযার নামাজে ইমামতি করেন মাওলানা আব্দুল মুকিত আজাদ।

জানাযার পূর্বে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সিলেট-৩ আসনের এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী, শাবিপ্রবির সাবেক রেজিস্ট্রার জামিল আহমদ চৌধুরী, দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিন্টু চৌধুরী, জেলা আওয়ামী লীগ নেতা ময়নুল ইসলাম, দক্ষিণ সুরমা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শামসুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহ মো. ইমাদ উদ্দিন নাসিরী, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ, লতিফা শফি চৌধুরী মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আমিরুল আলম খান, দক্ষিণ সুরমা শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি গোলাম মোস্তফা কামাল, শিক্ষক নেতা নূরুজ্জামান, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্টিজের পরিচালক হুমায়ুন আহমদ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট নিজাম উদ্দিন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হাজী ফারুক আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি হাজী শাহাব উদ্দিন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী রইছ আলী, যুগ্ম সম্পাদক রাজ্জাক হোসেন, সাংগঠনিক সম্পাদক সাহেদ আহমদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কামাল উদ্দিন রাসেল, সাংবাদিক আফতাব আহমদ, জেলা পরিষদের সদস্য মতিউর রহমান মতি, তেতলী ইউপি চেয়ারম্যান মো. উছমান আলী, হাজী ছত্তার মিয়া, পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক চেয়ারম্যান সৈয়দ মকবুল হোসেন মাখন, খালেদুল ইসলাম কোহিনুর, বিএনপি নেতা ইকবাল বাহার চৌধুরী, এডভোকেট শামীম আহমদ, ফয়জুল করিম হেলাল, এডভোকেট আব্দুল মুহিত, ইঞ্জিনিয়ার জামাল আহমদ, মোগলাবাজার ইউপির সাবেক চেয়ারম্যান চুনু মিয়া, দাউদপুর ইউপির সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম আলম, আওয়ামী লীগ নেতা শাহ ছমির উদ্দিন, হাজী আতিকুর রহমান, বাছিত রানা, শানর মিয়া, আহমদ হোসেন খোকন, আতিকুল হক, আব্দুল রহমান আনা মিয়া, আব্দুল খালিক, হাজী সিরাজুল ইসলাম, আক্তার হোসেন, বাবুল মিয়া, বুলবুল আহমদ চৌধুরী, এডভোকেট মুহিদ হোসেন, খলিলুর রহমান, জয়নাল আহমদ, মুহিব আলী, আহমদ হোসেন রোজা, ব্যবসায়ী মুকবুল হোসেন মামুন, ফয়জুর রহমান, সাইদুল ইসলাম, মহানগর শ্রমিক লীগ নেতা সেলিম আহমদ, সাবেক কাউন্সিলর আব্দুল রকিব বাবলু, উপজেলা যুবলীগের আহবায়ক নুরুল ইসলাম, যুগ্ম আহবায়ক আশিক আলী, জামাল উদ্দিন, হোসেন মিনহাজ, লিটন খান, নিজাম আহমদ, নিজামুর রহমান নিজাম, কামাল হোসেন, জেলা ছাত্রলীগ নেতা শাহীন আলী, আতাউর রহমান সানি, আসাদুল ইসলাম লাভলু, আকবর আলী মেম্বার, সালিক আহমদ মেম্বার, জমির আলী মেম্বার, নবারুণ উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আবু ইউসুফ, বিবিদইল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম রানা, সিরাজ উদ্দিন আহমদ একাডেমির সহকারী প্রধান শিক্ষক মকব্বির আলী প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত