সংবাদ বিজ্ঞপ্তি

৩০ নভেম্বর, ২০১৮ ২৩:৩৪

লিডিং ইউনিভার্সিটিতে ক্যারিয়ার ডেভেলপমেন্ট বিষয়ক সেমিনার

সিলেটের বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটিতে ক্যারিয়ার ডেভেলপমেন্ট বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ নভেম্বর) ইলেকট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের উদ্যোগে সেমিনারটি বিশ্ববিদ্যালয়ের গ্যালারী ১ এ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. কামরুজ্জামান চৌধুরী উপস্থিত ছিলেন।

ইইই বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক রুমেল এম.এস. রহমান পীর এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রিক্যাল বিভাগের প্রধান প্রশিক্ষক এবং বিভাগীয় প্রধান মো. নিজাম উদ্দিন ভুঁইয়া।

এসময়  উপস্থিত ছিলেন ইলেক্ট্রো মেডিকেল বিভাগের প্রধান প্রশিক্ষক ও বিভাগীয় প্রধান ইঞ্জিনিয়ার উজ্জ্বল দাশ গুপ্ত এবং সিলেট প্রফেশনাল টেকনিক্যাল ইনস্টিটিউটের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার জাবেদ আল শাহরিয়ার।

এতে সিলেটের প্রধান প্রধান পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের প্রশিক্ষক এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

লিডিং ইউনিভার্সিটির ইইই বিভাগের প্রভাষক আবু শাকিল আহমেদের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন ইইই বিভাগের সিনিয়র প্রভাষক রফিকুল ইসলাম।

সেমিনারে মূল বিষয় উপস্থাপন করেন ইইই বিভাগের প্রভাষক মো. নিয়াজ মোরশেদুল হক। সেমিনারে বিভিন্ন বিভাগের শিক্ষক এবং বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত