Advertise

সংবাদ বিজ্ঞপ্তি

২১ সেপ্টেম্বর, ২০১৯ ০২:০২

ক্যাসিনো নিষিদ্ধ না করলে কঠোর আন্দোলন : মোমিন মেহেদী

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, সারাদেশে ৬৮টি ক্যাসিনো নিষিদ্ধ না করলে কঠোর আন্দোলন করবেন নতুন প্রজন্মের প্রতিনিধিরা।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এক মানববন্ধন ও সমাবেশে ক্যাসিনোর রাজনৈতিক ও প্রশাসনিক পৃষ্ঠপোষকদের বিচার ও সকল ক্যাসিনো নিষিদ্ধ ঘোষণার দাবি জানান তিনি।

সমাবেশে প্রধান বক্তা ছিলেন নতুনধারা বাংলাদেশ এনডিবির সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা। এতে আরও বক্তব্য দেন নতুনধারা বাংলাদেশ এনডিবির প্রেসিডিয়াম মেম্বার চঞ্চল মেহমুদ কাশেম, নতুনধারা বাংলাদেশ এনডিবির ভাইস চেয়ারম্যান মাহামুদ হাসান তাহের, মহাসচিব হাসিবুল হক পুনম, যুগ্ম মহাসচিব আবু বকর রতন, ফরহাদ শিমুল, ইসলাম উদ্দীন সরকার, গোলাম ওয়াজেদ সরকার রানা, হরিদাস সরকার, খোরশেদ আলম, মামুন বাবুল, মহিদুল ইসলাম, আল আমিন, সঞ্জয় চাকমা, মারুফ খান প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত