সংবাদ বিজ্ঞপ্তি

০৪ এপ্রিল, ২০২০ ২২:২৮

বালাগঞ্জ প্রশাসনকে পিপিই দিলেন ব্যারিস্টার রিয়াসাদ আজিম হক

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে থেকে বালাগঞ্জ উপজেলা প্রশাসন ও থানা পুলিশকে সুরক্ষার জন্য পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট পিপিই প্রদান করা হয়েছে। পিপিই প্রদান করেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা এম এ হকের ছেলে ব্যারিস্টার রিয়াসাদ আজিম হক আদনান।

শনিবার (৪ এপ্রিল) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহকে পিপিই সরঞ্জমাদী প্রদান করেন। একই সাথে বালাগঞ্জ থানা অফিসার ইনচার্জ আতাউর রহমানকেও পিপিই তুলে দেওয়া হয়।

পিপিই এর মধ্যে রয়েছে-হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড গ্লাভস, চশমা ও মাথা থেকে পা পর্যন্ত গাউন জাতীয় এপ্রোন।

এসময় উপস্থিত ছিলেন-বালাগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক আব্দুর রশিদ, আহবায়ক কমিটির সদস্য আলাউদ্দিন রিপন, বালাগঞ্জ সদর ইউনিয়নের সফল চেয়ারম্যান ও উপজেলা আহবায়ক কমিটির সদস্য মোঃ আব্দুল মুনিম,শেখ বকুল আহমদ, ইউনিছ আলী, যুবদল নেতা সাইফুল আহমদ সেফুল, দুলাল আহমদ, আদিল আহমদ রিমন, ছাত্রদল নেতা পুলক দাস দুরন্ত , আবুল মিয়া, সালমান আহমদ, শেখ মোহন আহমদ, দেলুওয়ার হোসেন মুকিত, শেখ রুহেল আহমদ, রুমেল আলম, সালমান আহমদ, রুবেল খান প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত