ডেস্ক রিপোর্ট

০৩ অক্টোবর, ২০১৫ ১৯:১৫

সমাজসেবক কৃষ্ণ প্রশন্ন দাস নিলুর পরলোক গমন

সাভার বিশ্ববিদ্যালয় কলেজের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান ড. কালী প্রসন্ন দাসের ছোট ভাই বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউপির ঘোলষা গ্রামের বাসিন্দা সমাজসেবক কৃষ্ণ প্রশন্ন দাস নিলু (৫২) পরলোক গমন করেছেন।

শুক্রবার বিকেলে তিনি নিজ বাড়িতে পরলোক গমন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী ও আত্বীয় স্বজন রেখে গেছেন। রাতে পারিবারিক শশ্মান ঘাটে তাঁর শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে।

তার মৃত্যুত জাতীয় সংসদের হুইপ মোঃ শাহাব উদ্দিন এমপি, উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, সদর ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদসহ স্থানীয় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও বিশিষ্টজনরা গভীর শোক প্রকাশ করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত