১৬ মে, ২০২০ ০০:১৭
এনআরবি ব্যাংকের পরিচালক মো. জাহেদ ইকবালের সার্বিক তত্ত্বাবধানে সিলেটসহ সারাদেশে গরীব অসহায় মানুষদের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
শুক্রবার (১৫ মে) দুপুরে জুমা নামাজের পর সিলেটের জকিগঞ্জে উপজেলার ৯ নং মানিকপুর ইউনিয়নের দর্গাবাহারপুর গ্রামে যুক্তরাজ্য প্রবাসী আব্দুর রাজ্জাক ইকবাল চৌধুরীর বাড়িতে স্থানীয় অসহায় মানুষদের মধ্যে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়।
খাদ্য সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোহাম্মদ আবু নাসের, মানিকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল আমিন চৌধুরী লিলন, দরগাবাহাপুর জামে মসজিদের সভাপতি মোস্তফা উদ্দিন চৌধুরী, মাষ্টার ফখরুল ইসলাম চৌধুরী, কবির আহমদ চৌধুরী, সাদিকুর রহমান চৌধুরী, দরগাবাহাপুর প্রবাসী ঐক্য পরিষদের সহ সভাপতি মাওলানা আব্দুল কাদির, প্রবাসী ঐক্য পরিসদের কোষাধ্যক্ষ মামুনুর রশিদ তাপাদার, রাহেল আহমদ চৌধুরী, মাওলানা হোসাইন আহমদ চৌধুরী প্রমুখ।
বিজ্ঞাপন
এনআরবি ব্যাংকের পক্ষ থেকে এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাহবুব হোসেন চৌধুরী। পরে সেখানে প্রায় ২০০টি পরিবারের মধ্যে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এছাড়া এনআরবি ব্যাংকের পরিচালক মো. জাহেদ ইকবালের সার্বিক তত্ত্বাবধানে এক হাজার পরিবার করে সিলেটের বিভিন্ন উপজেলা ইউনিয়ন ভিত্তিক এ খাদ্য খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
আপনার মন্তব্য