সিলেটটুডে ডেস্ক

৩০ নভেম্বর, ২০১৫ ১৮:৫৬

চিটাগাং ভাইকিংস হারল বরিশাল বুলসের বিপক্ষে

বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) তৃতীয় আসরে হারের বৃত্তে আটকা পড়ে আছে চিটাগাং ভাইকিংস। ঢাকা পর্বের চার ম্যাচের মধ্যে কেবল সিলেটের বিপক্ষ এক জয় ছাড়া আর কোন অর্জন ছিল না তাদের। এবার চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে বরিশাল বুলস-এর বিপক্ষে তারা হারল ৩৩ রানে।

বরিশাল বুলসের ছুড়ে দেওয়া ১৭০ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই তামিম ইকবালের উইকেট হারিয়ে বিপাকে পড়া চিটাগাং ভাইকিংস নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে।

তবে ৫১ রানে পাঁচ উইকেট হারানোর পর জিয়াউর রহমান এবং নাইম ইসলামের ব্যাটে ভাইকিংসের খেলায় ফেরার আভাস মেলে।

প্রথম পাঁচ ব্যাটসম্যানের মধ্যে এনামুল ও দিলশান বাদে কেউই আর দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেনি। এনামুল করেন ১২ ও দিলশানের ব্যাট থেকে আসে ১৯ রান।

নাইম-জিয়ার জুটি ভাঙে ৭৭ রানে। জিয়াকে ফেরান বুলসের পাকিস্তানী পেসার মোহম্মদ সামি। ফেরার আগে জিয়া সংগ্রহ করেন ১৩ রান। শেষ পর্যন্ত ২ বল বাকি থাকতেই ভাইকিংসের ইনিংস থাকে ১৩৭ রানে। শেষ দিকে কেভন কুপারের ব্যাট থেকে আসে ২০ রান।

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বরিশাল। মাত্র ১২ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে মাহমুদউল্লাহ রিয়াদের দল।

শেষ পর্যন্ত মাহমুদউল্লাহর ৫১ ও বুলসের লংকান ব্যাটসম্যান প্রসন্ন ৩৮ রান করেন। বুলসের ইনিংস থামে ১৭০ রানে।

এ নিয়ে বিপিএল-এ ৫ ম্যাচে ৪টিতেই হারলো চিটাগং ভাইকিংস

আপনার মন্তব্য

আলোচিত