সিলেটটুডে ডেস্ক

১৬ নভেম্বর, ২০১৯ ২২:৫৫

বঙ্গবন্ধু বিপিএলে নতুন নাম পেল বাকি তিন দল

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বিপিএলের নতুন নামকরণ করেছে বিসিবি- 'বঙ্গবন্ধু বিপিএল টি২০'। নতুন আঙ্গিকের এই টুর্নামেন্টে দলগুলোর নামেও পরিবর্তন এসেছে। সাতটির মধ্যে গত ১৩ নভেম্বর চারটি দলের নাম ঘোষণা করেছিলো বিসিবি।

বাদ ছিল বিপিএলের চলতি আসরে অংশ নিয়ে যাওয়া তিনটি দলের নাম নির্ধারণ। আজ শনিবার (১৬ নভেম্বর) বঙ্গবন্ধু বিপিএলের লোগো উন্মোচন অনুষ্ঠানে প্রকাশ করা হলো সেই বাকি তিন দলে নাম।

এবার বিপিএলে ছয় দলের জন্য আলাদা আলাদা পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান পেয়েছে বিসিবি। তারাই নতুন নাম দিয়েছে দলগুলোর।বাকি দুটি দল রংপুর রেঞ্জার্স আর কুমিল্লা ওয়ারিয়র্সের নাম দিয়েছে বিসিবি।

এবারের বিপিএলেও অংশ নিতে যাচ্ছে সাতটি দল। যেখানে দলগুলোর নাম দেয়া হয়েছে যথাক্রমে- যমুনা ব্যাংক ঢাকা প্লাটুন, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, রাজশাহী রয়্যালস, সিলেট থান্ডার, প্রিমিয়ার ব্যাংক খুলনা টাইগার্স, রংপুর রেঞ্জার্স এবং কুমিল্লা ওয়ারিয়র্স।

আগামীকাল রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হবে প্লেয়ার ড্রাফট। ৮ ডিসেম্বর আসরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১১ ডিসেম্বর শুরু হবে ম্যাচ।

আপনার মন্তব্য

আলোচিত