সিলেটটুডে ডেস্ক

৩০ নভেম্বর, ২০১৫ ২২:২২

অবশেষে জিতল সিলেট সুপারস্টারস

অবশেষে জিতল সিলেট সুপারস্টারস। পরপর চার ম্যাচে চার হারের পর পঞ্চম ম্যাচে এসে প্রথম জয়ের দেখা পেল তারা।

বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) তৃতীয় আসরের চট্টগ্রাম পর্বে এসে তারা ৪ উইকেটে হারিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে।

জয়ের জন্যে কুমিল্লার দেওয়া ১৬৫ রানের লক্ষ্যে খেলতে গিয়ে মুনাবিরা, বোপারা আর অধিনায়ক মুশফিকের ব্যাটে দুই বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছায়।

রবি বোপারা বোলিংয়ে ১৮ রানে ৪ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে করেন ৫০ রান। এছাড়া মুনাবিরা করেন ৩৬ ও মুশফিকের ব্যাট থেকে আসে ৪৭ রান।

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের আলী হায়দার রনি ২৮ রানে নেন ৪ উইকেট। এর মাধ্যমে এবারের বিপিএলে তাঁর উইকেট সংখ্যা গিয়ে দাঁড়াল সর্বোচ্চ ১০ টি।

এর আগে, টসে হেরে ব্যাট করতে নেমে কুমিল্লাকে দারুণ সূচনা এনে দেয় লিটন দাস ও ইমরুল কায়েস। পাওয়ার প্লের ছয় ওভারে তারা সংগ্রহ করে ৫৩ রান।উদ্বোধনী জুটি থেকে আসে ৫৬ রান।

টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম অর্ধশতক করেছেন আশার জাইদি। গুরুত্বপূর্ণ দুটি ইনিংস খেলেছেন লিটন দাস ও ইমরুল কায়েসও।

সিলেট সুপার স্টার্সের বিপক্ষে ২০ ওভারে ৫ উইকেটে ১৬৪ রান তুলেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

বিপিএলের ঢাকা পর্বে ব্যাট না হাসা লিটন দাস ২৪ বলে ছয়টি চার ও একটি ছয়ে করেন ৪২ রান। ইমরুল কায়েস করেন ৪৮ রান।

দলীয় ৫৬ রানে লিটনের আউটের পর দশ রানের ব্যবধানে দুই উইকেট হারায় কুমিল্লা।

এরপর আসার জাইদীর ৩৬ বলে পাঁচটি চার ও দুই ছয়ে সর্বোচ্চ ৫৩ রান দলকে চ্যালেঞ্জিং স্কোর গড়তে সহায়তা করে।

আপনার মন্তব্য

আলোচিত