সিলেটটুডে ডেস্ক

০৭ ডিসেম্বর, ২০১৫ ১৯:৪৫

যুব বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি বাংলাদেশ-দ. আফ্রিকা

স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার উদ্বোধনী ম্যাচ দিয়ে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগামী জানুয়ারিতে পর্দা উঠবে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের।

২৭ জানুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত আটটি ভেন্যুতে মোট ৪৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

সোমবার (৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে যুব বিশ্বকাপের সূচি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যুব বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। বিশ্বকাপের সবগুলো ম্যাচ শুরু হবে সকাল সাড়ে ৯টায়।

দেশের চার শহরের ৮টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। ১৯ দিনের এই টুর্নামেন্টে মোট ৪৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের এই ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেটে।

এবারই প্রথম যুবা বিশ্বকাপের ম্যাচগুলো সরাসরি সম্প্রচারের সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। খেলা দেখাবে স্টার স্পোর্টস।

বিশ্বকাপ সূচি ঘোষণা অনুষ্ঠানে আইসিসির জেনারেল ম্যানেজার জেফ অ্যালারডাইস বলেন, ‘আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট এমন এক আসর যা প্রতিভাবান খেলোয়াড়দেরকে শুরু থেকেই বিশ্বমানের ক্রিকেট খেলার জন্য প্রস্তুত করে। অসংখ্য খেলোয়াড় এই আসরের মধ্য থেকে উঠে এসেছেন এবং খুব দ্রুতই আন্তর্জাতিক অঙ্গনে তাদের প্রতিভার ছাপ রেখেছেন।’

এ প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘বাংলাদেশে অতীতে বেশকিছু আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট সফলভাবে আয়োজন করেছে এবং এদেশের মানুষের ক্রিকেট ভক্তি ও আন্তর্জাতিক মানের সুযোগ-সুবিধার কারণে আগের সবগুলো আসরই ব্যাপক প্রশংসা লাভ করেছে।’ বিশ্বকাপে ১৬টি দল ৪টি গ্রুপে ভাগ হয়ে খেলবে। প্রতি গ্রুপের সেরা দুই দল সুপার লিগে খেলবে। বাকি দুটি দল প্লেট চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা, বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

১৬টি দল টুর্নামেন্টে অংশ নিচ্ছে। দশটি টেস্ট খেলুড়ে দেশ সরাসরি বিশ্বকাপে অংশ নিচ্ছে। এছাড়া ছয়টি এ্যাসোসিয়েট ও এ্যাফিলিয়েট মেম্বার এবারের আসরে অংশ নিচ্ছে।

সরাসরি অংশগ্রহণকারী দলগুলো : অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ।

অ্যাসোসিয়েট ও অ্যাফিলিয়েট মেম্বার: জিম্বাবুয়ে, আফগানিস্তান, নামিবিয়া, কানাডা, ফিজি, স্কটল্যান্ড ও নেপাল।

১৪ ফেব্রুয়ারী মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রতিযোগিতার ফাইনাল হবে।

যুব বিশ্বকাপের গ্রুপিং

গ্রুপ ‘এ’: দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, স্কটল্যান্ড ও নামিবিয়া।

গ্রুপ ‘বি’: পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও কানাডা।

গ্রুপ ‘সি’: ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে ও ফিজি।

গ্রুপ ‘ডি’: অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড ও নেপাল।

যুব বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো:

২৭ জানুয়ারি: বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা (চট্টগ্রাম)

২৯ জানুয়ারি: বাংলাদেশ বনাম স্কটল্যান্ড (কক্সবাজার)

২ ফেব্রুয়ারি : বাংলাদেশ বনাম নামিবিয়া (কক্সবাজার

আপনার মন্তব্য

আলোচিত