স্পোর্টস ডেস্ক

২০ সেপ্টেম্বর, ২০২৩ ০৪:৪১

ভিন্ন এক চ্যাম্পিয়ন্স লিগে রোনালদোর অভিষেক

ভিন্ন এক চ্যাম্পিয়ন্স লিগে অভিষেক হয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের রেকর্ড ১৪০ গোলের মালিক এবার শুরু করলেন এএফসি চ্যাম্পিয়ন্স লিগ-যাত্রা।

মঙ্গলবার রাতে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ইরানের ক্লাব পার্সেপোলিসের বিপক্ষে খেলেছেন রোনালদো।

তার ক্লাব আল নাসর জিতেছেও ম্যাচ; ব্যবধান ২-০।

২০০৭ সালের ১০ এপ্রিল রোমার বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে প্রথম গোল করেছিলেন রোনালদো। দ্বিতীয় দফায় ম্যান ইউনাইটেডেরর জার্সিতেই ভিয়ারিয়ালের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে শেষ গোল করেছিলেন সিআরসেভেন। দুই দফায় ম্যান ইউনাইটেডেরর জার্সিতে চ্যাম্পিয়নস লিগে ২১ গোল করেছেন রোনালদো।

তবে সিআরসেভেন সবচেয়ে বেশি সফল ছিল রিয়াল মাদ্রিদের হয়ে। ২০০৯ থেকে ১৮ এই সময়ে রিয়ালের হয়ে চ্যাম্পিয়ন্স লিগে লিগে ১০১ ম্যাচে করেছেন ১০৫ গোল। এই ১০ বছরে পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগে শিরোপা জিতেছেন রোনালদো। মাঝে জুভেন্টাসের হয়ে আরও ১৪ গোল করেন রোনালদো।

সবমিলিলে চ্যাম্পিয়ন্স লিগে রেকর্ড ১৪০ গোলের মালিক এই পর্তুগিজ তারকা। দ্বিতীয় সেরা মেসি তার চেয়ে পিছিয়ে আছেন ১১ গোলে।

আপনার মন্তব্য

আলোচিত