স্পোর্টস ডেস্ক

০৯ নভেম্বর, ২০২৩ ১১:৩১

টানা চার জয়ে শেষ ষোলোয় রিয়াল মাদ্রিদ

চ্যাম্পিয়ন্স লিগ

ছবি : এএফপি

চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে টানা চার ম্যাচে জিতে শেষ ষেলোয় উঠে গেছে রিয়াল মাদ্রিদ। বুধবার রাতে ব্রাগার বিপক্ষে ঘরের মাঠে ৩-০ গোলে জিতেছে লস ব্লাঙ্কোসরা।

বুধবার রাতে সান্তিয়াগো বের্নাবেউয়ে গ্রুপ পর্বের ম্যাচটি ৩-০ গোলে জিতেছে প্রতিযোগিতার রেকর্ড চ্যাম্পিয়নরা।

ব্রাহিম দিয়াসের গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে বাকি দুই গোল করেন ভিনিসিয়াস জুনিয়র ও রদ্রিগো।

ম্যাচের শুরুতে এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল পর্তুগিজ ক্লাব ব্রাগার সামনে। চতুর্থ মিনিটে নিজেদের ডি-বক্সে লুকাস ভাসকেস প্রতিপক্ষের ক্রিস্তিয়ান বোরহাকে পেছন থেকে টেনে ফেলে দিলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তবে সুবর্ণ সুযোগটা কাজে লাগাতে পারেনি ব্রাগা; তাদের স্প্যানিশ ফরোয়ার্ড আলভারো দিয়ালোর স্পট কিক ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন স্বাগতিক গোলরক্ষক আন্দ্রি লুনিন।

দ্বাদশ মিনিটে ব্রাহিম দিয়াসের লক্ষ্যভেদে এগিয়ে যাওয়ার উচ্ছ্বাসে মাতে রিয়াল, যদিও তাদের উদযাপন মুহূর্তেই থেমে যায়। কারণ, এর ঠিক আগেই বক্সে ফাউল করেছিলেন ভিনিসিয়াস।

দারুণ গোছালো আক্রমণে ২৭তম মিনিটে কাঙ্ক্ষিত গোল পেয়ে যায় রিয়াল। ফেরলঁদ মঁদির থ্রু পাস ধরে দ্রুত ডি-বক্সে ঢুকে কাটব্যাক করেন রদ্রিগো, আর প্রথম ছোঁয়ায় জোরাল শটে বল ঠিকানায় পাঠান স্প্যানিশ ফরোয়ার্ড দিয়াস।

বিরতির আগের পাঁচ মিনিটে ভালো দুটি প্রতি-আক্রমণ শাণায় রিয়াল। ৪২তম মিনিটে ওয়ান-অন-ওয়ানে সুযোগও পান রদ্রিগো; কিন্তু কাজে লাগাতে পারেননি ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

দ্বিতীয়ার্ধে তিন মিনিটের মধ্যে দুই ব্রাজিলিয়ানের গোলে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় রিয়াল। পাসিং ফুটবলের আক্রমণে ৫৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ভিনিসিয়াস। ফেদে ভালভেরদের পাস ধরে ভাসকেস পাস বাড়ান বক্সের মাঝামাঝি আর প্রতিপক্ষের একজনের চ্যালেঞ্জ সামলে ডান পায়ের শটে গোলরক্ষককে পরাস্ত করেন ভিনিসিয়াস।

পরের গোলটিতেও জড়িয়ে আছে তার নাম। মাঝমাঠ থেকে আক্রমণে উঠে ভিনিসিয়াসকে বল বাড়িয়ে ডি-বক্সে ঢুকে পড়েন রদ্রিগো, এরপর স্বদেশি তারকার ফিরতি পাস ধরে চিপ শটে আগুয়ান গোলরক্ষকের ওপর দিয়ে ঠিকানা খুঁজে নেন রদ্রিগো।

এই জয়ে চার ম্যাচ থেকে ১২ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ। ইউনিয়ন বার্লিনের সঙ্গে ঘরের মাঠে ১-১ ড্র করা ইতালিয়ান চ্যাম্পিয়ন নাপোলি ৭ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। তিন নম্বরে ব্রাগার পয়েন্ট ৩। ১ পয়েন্ট নিয়ে তলানিতে জার্মান ক্লাব ইউনিয়ন বার্লিন।

আপনার মন্তব্য

আলোচিত