স্পোর্টস ডেস্ক

০৪ জানুয়ারি, ২০২৪ ১১:৩৭

মায়োর্কার বিপক্ষে কষ্টের জয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ

ইনজুরি কাটিয়ে ভিনিসিয়াস জুনিয়র মাঠে ফিরেছেন। তবে রক্ষণে জোড়া-তালি দিয়ে খেলতে হয়েছে রিয়াল মাদ্রিদের। শীতকালীন ছুটি কাটিয়ে ফেরাটা দাপুটে হয়নি লস ব্লাঙ্কোসদের।

ঘরের মাঠে রিয়াল মায়োর্কার বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে দলটি। কষ্টার্জিত এ জয়েই পয়েন্ট টেবিলে শীর্ষস্থান ধরে রেখেছে কার্লো আনচেলত্তির দল।

ম্যাচের প্রথমার্ধে জুড বেলিংহামের ভালো একটি হেড এবং ভিনিসিয়াস জুনিয়রের দুর্দান্ত এক শট ফেরান মায়োর্কার গোলরক্ষক। প্রথমার্ধে ম্যাচের কর্তৃত্ব রাখলেও এর বেশি সুযোগ তৈরি করতে পারেনি রিয়াল। বরং গোল লাইন ক্রস না করায় গোল খাওয়ার হাত থেকে বাঁচে ব্লাঙ্কোসরা।

দ্বিতীয়ার্ধের ৭৮ মিনিটে গোল খরা কাটান রিয়াল মাদ্রিদের সেন্ট্রাল ডিফেন্ডার অ্যান্তোনিও রুডিগার। লুকা মডরিচের কর্ণার কিকে হেড করে গোল করে এই জার্মান ডিফেন্ডার।

তার ওই গোলে ১৯ লিগ ম্যাচ শেষে ৪৮ পয়েন্ট নিয়ে টেবিলে শীর্ষে আছে রিয়াল। অন্য দিকে জিরোনাও সমান ম্যাচে সমান পয়েন্ট তুলেছে। তবে গোল ব্যবধানে পিছিয়ে তারা।

আপনার মন্তব্য

আলোচিত