
০৩ এপ্রিল, ২০২৪ ০২:৩৩
ব্যবধান মাত্র তিনদিনের; এরইমধ্যে দ্বিতীয়বার, টানা দুই ম্যাচে হ্যাটট্রিক করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।
মঙ্গলবার রাতে প্রিন্স সুলতান বিন আব্দুল আজিজ স্টেডিয়ামে আবহার বিপক্ষে হ্যাটট্রিক করেছেন এ পর্তুগিজ সুপারস্টার।
পেশাদার ফুটবলে এটা রোনালদোর ৬৫তম হ্যাটট্রিক।
রোনালদোর আগের হ্যাটট্রিকটি এসেছিল ঠিক আগের ম্যাচে আল-তাইয়ির বিপক্ষে।
আজ রোনালদো সৌদি প্রো-লিগে হ্যাটট্রিক পূরণ করেছেন ম্যাচের ১১, ২১ ও ৪২তম মিনিটে। হ্যাটট্রিকের পাশাপাশি রোনালদো আজকের ম্যাচে দুটি অ্যাসিস্টও করেছেন।
হ্যাটট্রিকের তিনটি গোলের প্রথম দুটি আসে ফি-কিক থেকে। শেষের গোলটিও আসে ডি-বক্সের বাইরে থেকে চিপ করে গোলরক্ষকের মাথার উপর দিয়ে বল জালে পাঠিয়ে।
আজকের এই হ্যাটট্রিকের মাধ্যমে পেশাদার ফুটবলে রোনালদোর হ্যাটট্রিক সংখ্যা গিয়ে পৌঁছাল ৬৫-তে। বয়েসের হিসাবে ৩০ বছরের পর এটা তার ৩৫তম হ্যাটট্রিক।
বয়স ত্রিশের কোটা পাড়ি দেওয়ার পর লিওনেল মেসি করেছেন ৬ হ্যাটট্রিক, লুইস সুয়ারেস ও করিম বেনজেমা করেছেন ৫টি করে এবং রবের্ত লেভাদনভস্কি করেছেন ৩টি হ্যাটট্রিক।
এবারের মৌসুমে এখন পর্যন্ত রোনালদো ২৪ ম্যাচ খেলে ২৯ গোলের পাশাপাশি করেছেন ১১টি অ্যাসিস্ট। তিনি এবারের সৌদি প্রো-লিগের সর্বোচ্চ গোলদাতা।
সৌদি আরবের ক্লাব ফুটবলে আজকের এই হ্যাটট্রিকসহ রোনালদো গোল করেছেন ৫৭টি; ক্লাব ক্যারিয়ারে তার গোল সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৭৫৭; সবমিলিয়ে সিনিয়র ক্যারিয়ারে এটা রোনালদোর ৮৮৫তম গোল।
আপনার মন্তব্য