স্পোর্টস ডেস্ক

০৭ এপ্রিল, ২০২৪ ১০:৫৩

কোপা দেল রের চ্যাম্পিয়ন অ্যাতলেতিক বিলবাও

মায়োর্কাকে হারিয়ে কোপা দেল রের চ্যাম্পিয়ন হয়েছে অ্যাতলেতিক বিলবাও। এই জয়ে ৪০বছর পর কোন ট্রফির স্বাদ পেল ক্লাবটি।

শনিবার রাতে সেভিয়ায় নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ম্যাচটি শেষ হয় ১-১ সমতায়। টাইব্রেকারে বিলবাও জেতে ৪-২ ব্যবধানে।

এর আগে সবশেষ ১৯৮৩-৮৪ মৌসুমে কোপা দেল রে ও লা লিগার শিরোপা জিতেছিল বিলবাও। তখন বিলবাওয়ের কোপা দেল রে শিরোপাটি ছিল ২৩তম। বিলবাওয়ের কোপা দেল রে শিরোপা ২৩ থেকে ২৪ হতে ৪০ বছর সময় লেগে গেল।

ম্যাচের শুরু থেকে দাপট ছিল বিলবাওয়ের। তবে ২১ মিনিটে কর্নার থেকে ফিরতি বল ধরে জালে পাঠান দানি রদ্রিগেস। তাতে এগিয়ে যায় মায়োর্কা। ৫০ মিনিটে বিলবাওকে সমতায় ফেরান ওইয়ান সানসেট।

অতিরিক্ত সময়ে নিকো উইলিয়ামসের একটি শট লাগে পোস্টে।

টাইব্রেকারে প্রথম চার শটের সবকটিই জালে পাঠায় বিলবাও। মায়োর্কার মানু মোরলেন্সের শট ঠেকিয়ে দেন বিলবাওয়ের গোলকিপার, আরেকটি শটে গোল করতে পারেননি নেমানিয়া রাদোনিচ। তাতে শিরোপা ওঠে বিলবাওয়ের ঘরে।

শিরোপা জয়ের পর ফাইনালসেরা নিকো উইলিয়ামস বলেন, 'আমরা ইতিহাস গড়েছি। সমর্থকরা এটির (শিরোপা) প্রাপ্য। আমি আমার পরিবারের জন্য এটি করেছি, এই শিরোপার জন্য লড়াই করেছি। এই ক্লাবের হয়ে ইতিহাস গড়তে পেরে আমি খুশি।'

বার্সেলোনার সাবেক কোচ এর্নেস্তো ভালভের্দের কোচিংয়ে চলতি মৌসুমে বেশ ধারাবাহিক বিলবাও। লা লিগায় তারা আছে পাঁচে।

আপনার মন্তব্য

আলোচিত