স্পোর্টস ডেস্ক

২৬ জানুয়ারি, ২০১৬ ২২:১০

আইপিএল খেলতে পারবেন না মুস্তাফিজ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুস্তাফিজের খেলা নিয়ে ভালোই নাটক শুরু হয়েছে। তিনি খেলতে পারবেন কি পারবেন না, তা নিয়ে ধোঁয়াশা এখন চরমে। তবে বিসিবির মিডিয়া ম্যানেজার জালাল ইউনুসের কথায় স্বস্তি পেয়েছিল মুস্তাফিজ ভক্তরা।

তিনি বলেছিলেন, যেহেতু টি২০ বিশ্বকাপের পর আইপিএল, সেহেতু সেখানে মুস্তাফিজের খেলতে বিসিবির কোন আপত্তি নেই।

তবে বিকেলেই চিত্রের পট পরিবর্তন। যেখানে স্বয়ং বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন বলেছেন, আইপিএলে খেলতে মুস্তাফিজকে অনাপত্তি পত্র দেয়া হবে না। শুধু তাই নয়, মুস্তাফিজ খেলতে পারবে না ফেব্রুয়ারীতে অনুষ্ঠেয় পাকিস্তান সুপার লিগেও (পিএসএল)।

ঠিক কী কারণে মুস্তাফিজ খেলতে পারবেন না এই দুটি আসরে। এমন প্রসঙ্গে মঙ্গলবার বিকেলে বেক্সিমকো কার্যালয়ে বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন বলেন, ‘জিম্বাবুয়ের বিরুদ্ধে দ্বিতীয় টি২০ ম্যাচে বা কাঁধে ইনজুরিতে পড়েন মুস্তাফিজ। বর্তমানে সে ‍পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে রয়েছে। ফলে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) তার খেলা হবে না। বিসিবি থেকে দেয়া হবে না অনাপত্তি পত্র’।

ফেব্রুয়ারির শুরুতে সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে পাকিস্তান সুপার লিগ। অন্যদিকে টি২০ বিশ্বকাপের পর শুরু হবে আইপিএল। সম্প্রতি আইপিএলে খেলোয়াড়দের ভিত্তিমূল্যে ঠাঁই পেয়েছেন মুস্তাফিজ। তার ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ৫৮ লাখ টাকা।

খেলা হবে না মুস্তাফিজের। এমন খবরে অনেকটাই হতাশ মুস্তাফিজ ভক্তরা। অভিষেকের পর বল হাতে দুর্দান্ত কাটার আর সুইংয়ের অপূর্ব মিশেলে বিশ্বের বাঘা বাঘা ব্যাটসম্যানদের কাবু করে ছেড়েছেন মুস্তাফিজ। সবার প্রত্যাশা ছিল, বাংলাদেশের এই রত্ন বিদেশের ঘরোয়া লিগগুলোতেও আলো ছড়াক। কিন্তু ইনজুরি পুনর্বাসন প্রক্রিয়া সব ভেস্তে দিল। প্রথমবারের মতো আইপিএলের জমজমাট টি২০ আসরে অংশ নেয়া হচ্ছে না এই কাটার বিস্ময় পেসারের।

আপনার মন্তব্য

আলোচিত