স্পোর্টস ডেস্ক

০৩ মার্চ, ২০১৬ ২১:১২

আচরণবিধি লঙ্ঘনে সাকিবকে তিরস্কার

এশিয়া কাপে পাকিস্তনের বিপক্ষে ম্যাচে আচরণবিধি লঙ্ঘন করায় সাকিব আল হাসানকে তিরস্কার করেছেন ম্যাচ রেফারি।

বুধবার (২ মার্চ) পাকিস্তানের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের রান তাড়ার ১৮তম ওভারে মোহাম্মদ আমিরের বলে স্কুপ করতে গিয়ে বোল্ড হন সাকিব।

মুহূর্তের জন্য নিজের উপর ক্ষোভে ব্যাট দিয়ে স্টাম্পে আঘাত করে বসেন বাংলাদেশের অলরাউন্ডার। ম্যাচ শেষে অবশ্য বলেছেন সাময়িক উত্তেজনায় এ কাণ্ড করেছে বসেছিলেন তিনি, চেয়েছিলেন ম্যাচ শেষ করে আসতে- এমনটা জানিয়েছিলেন তিনি।

অবশ্য সে জন্যে আম্পায়ারদের কাছে দু:খপ্রকাশ করেন, ইশারায় বুঝিয়ে দেন তাৎক্ষণিক হতাশায় কাজটি করে ফেলেছেন।

বৃহস্পতিবার সকালে ম্যাচ রেফারি জেফ ক্রোর কাছে নিজের দোষ স্বীকার করে নেন সাকিব।

আনুষ্ঠানিক শুনানির তাই আর প্রয়োজন পড়েনি। সাকিব পার পেয়ে যান তিরস্কার শুনেই।

আইসিসি আচরণবিধি (অনুচ্ছেদ ২.১.৮) অনুযায়ী এই ধরনের অপরাধের জন্য সর্বনিম্ন শাস্তিই পেয়েছেন সাকিব; সর্বোচ্চ শাস্তি ম্যাচ ফির ৫০ ভাগ জরিমানা।

৬ মার্চ এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ-ভারত মুখোমুখি হবে।

আপনার মন্তব্য

আলোচিত